Lok Sabha Polls 24: বামেদের প্রথম প্রার্থী তালিকায় একাধিক চমক - লোকসভা যুদ্ধে প্রথম নামছেন ১৩ জন

People's Reporter: বামফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে আছে একাধিক নতুন মুখ। যাদের মধ্যে উল্লেখযোগ্য সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, দীপ্সিতা ধর প্রমুখ।
বাম প্রার্থী তালিকা প্রকাশ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
বাম প্রার্থী তালিকা প্রকাশ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুপিপলস রিপোর্টার ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট

আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফায় ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এবার প্রথম দফায় বামফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে গুরুত্ব দেওয়া হয়েছে একাধিক নতুন মুখকে। যাদের মধ্যে উল্লেখযোগ্য সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, দীপ্সিতা ধর প্রমুখ। এছাড়াও তালিকায় আছেন সুজন চক্রবর্তী, জাহানারা খান, এস এম সাদির মত দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদরাও। এই তালিকায় ১৩ জন সিপিআইএম প্রার্থী এবং অপর তিন বাম শরিক ১টি করে কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ১৬ জনের মধ্যে ১৩ জনই প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিনের প্রকাশিত তালিকা অনুসারে,

দমদম কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী,

যাদবপুরে সৃজন ভট্টাচার্য,

হাওড়া কেন্দ্রে সব্যসাচী চ্যাটার্জি,

শ্রীরামপুর কেন্দ্রে দীপ্সিতা ধর,

তমলুক কেন্দ্রে সায়ন ব্যানার্জি,

কলকাতা দক্ষিণ কেন্দ্রে সায়রা শাহ হালিম,

হুগলী কেন্দ্রে মনোদীপ ঘোষ,

বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত,

আসানসোলে জাহানারা খান,

বর্ধমান পূর্ব কেন্দ্রে নীরব খাঁ,

জলপাইগুড়িতে দেবরাজ বর্মণ,

কৃষ্ণনগরে এস এম সাদি,

বিষ্ণুপুরে শীতল কৈবর্ত।

কোচবিহার কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়

বালুরঘাটে আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এবং

মেদিনীপুরে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।

অন্যদিকে এদিনই বামেদের প্রার্থী তালিকা ঘোষণার আগেই আইএসএফ-এর পক্ষ থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করা হয়। যে বার্তায় দাবি করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ বাম জোটে থেকে আইএসএফ ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে আসনের তালিকা আইএসএফ দিয়েছে তাতে আছে, বসিরহাট, বারাসাত, যাদবপুর, মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ। যদিও বামেদের তরফে আইএসএফ-এর এই দাবি প্রসঙ্গে কিছু জানানো হয়নি। উল্লেখযোগ্যভাবে এদিন বামেদের প্রার্থী তালিকায় যাদবপুর এবং শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিমান বসু বলেন, কেন্দ্র সিএএ নিয়ে যে অবস্থান নিয়েছে আমরা তা মানিনা। আমরা এর বিরোধী। ধর্মের ভিত্তিতে কখনও নাগরিকত্ব হতে পারে না।

তিনি আরও বলেন, আজ আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। ১৬টি কেন্দ্রের নাম আজ ঘোষণা করা হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in