কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নফাইল ছবি, সিএমও কেরালা এক্স হ্যান্ডেলের সৌজন্যে

Lok Sabha Polls 24: ‘কেরালায় ঐতিহাসিক জয় পাবে বামেরা’, ভোট দিয়ে দাবি পিনারাই বিজয়নের

People's Reporter: পিনারাই বিজয়ন বলেন, “এবারের ভোটের হাওয়া খুব স্পষ্ট এবং বামেরা এক ঐতিহাসিক জয় পেতে চলেছে৷ কেরালায় কংগ্রেস-বিরোধী মনোভাব রয়েছে। তাই আমরা বড় জয় পাব।”
Published on

দেশজুড়ে আজ দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ। কেরালাতে এদিন ভোটগ্রহণ করা হয়েছে। এদিন ভোট দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কেরালায় এবার বামেদের ঐতিহাসিক জয় হবে।

শুক্রবার কেরালায় সব কটি আসনেই ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত কেরালায় ভোট পড়েছে ৬৩.৯৭%। এদিন সকালে ভোট দেবার পর পিনারাই বিজয়ন বলেন, “এবারের ভোটের হাওয়া খুব স্পষ্ট এবং বামেরা এক ঐতিহাসিক জয় পেতে চলেছে৷ কেরালায় কংগ্রেস-বিরোধী মনোভাব রয়েছে। তাই আমরা বড় জয় পাব।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেরালায় ভোটে বিজেপির কোনো প্রভাব পড়বে না। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর বিরুদ্ধেও সাধারণ মানুষের একই রকম অনুভূতি রয়েছে। কারণ তাদের ১৮ জন সাংসদ গত পাঁচ বছরে রাজ্যের জন্য কিছুই করেননি এবং রাজ্যের বিরুদ্ধে কাজ করেছেন।“

মুখ্যমন্ত্রীর কথায়, “কেরালায় বিজেপি শুধু যে পরাস্ত হবে তাই নয়, ২০ টি আসনের মধ্যে কোথাও দ্বিতীয় স্থানেও তারা আসতে পারবে না।“

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ কেরালার ২০ টি আসনের মধ্যে ১৯ টিতে জয় পেয়েছিল। অন্যদিকে, বামেরা জিতেছিল কেবলমাত্র ১ টি আসনে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তিরুবনন্তপুরমে দ্বিতীয় এবং বাকি আসনগুলিতে তৃতীয় স্থানে ছিল।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Lok Sabha Polls 24: মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Lok Sabha Polls 24: প্রয়োজন নেই সমস্ত VVPAT স্লিপ গণনার, আর্জি খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in