

কেন্দ্রের মোদী সরকারের বিকশিত ভারত মেসেজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রককে অবিলম্বে হোয়াটস অ্যাপে এই মেসেজ পাঠানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের কাছে এই মেসেজ নিয়ে এর আগেই বহু অভিযোগ জমা পড়ে। আবেদনকারীদের বক্তব্য, নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর এই বার্তায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।
এই বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে এই মেসেজ হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে দেওয়া হয়েছে। মডেল কোড অফ কনডাক্ট জারি হবার আগেই এই সংক্রান্ত নির্দেশ হোয়াটস অ্যাপকে দেওয়া হয়ে গেছিল। যার ফলে কিছু মেসেজ হয়তো ছাড়া হয়ে গেছে। দ্রুততার সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(বিস্তারিত আসছে)
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন