

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর পূর্বের তিন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে না বিজেপি। বদলে এই তিন রাজ্যে স্থানীয় রাজনৈতিক দলকে সমর্থন করবে বিজেপি। শুক্রবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) একথা জানিয়েছেন বিজেপির উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র।
বিজেপি নেতা সম্বিত পাত্রর ভাষ্য অনুসারে, মেঘালয়ের দুই লোকসভা আসনে বিজেপি সমর্থন করবে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টিকে (NPP)। মণিপুরে বিজেপি সমর্থন করবে নাগা পিপলস পার্টিকে এবং নাগাল্যান্ডের লোকসভা আসনে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টিকে।
মেঘালয়ের দুই লোকসভা আসনে এনপিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমপারিন লিংডো (শিলং) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমা (তুরা)। শনিবার শিলং কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন আমপারিন লিংডো।
মণিপুরের আসনে এনপিএফ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাচুই টিমোথি জিমিক এবং নাগাল্যান্ডের আসনে এনডিপিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চুমবেন মুরে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন