পঞ্চম দফা নির্বাচনের আগে ফের আসন সংখ্যা নিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, লোকসভায় ২০০ আসনও টপকাবে না বিজেপি। আর ৩০০-র বেশি আসন পাবে ইন্ডিয়া মঞ্চ।
শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মল্লিকার্জুন খাড়গে। যেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, এনসিপি (শরদ পাওয়ার) সভাপতি শরদ পাওয়ার সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই খাড়গে বলেন, 'এবার মোদী ২০০ আসন ক্রস করতে পারবে না। ইন্ডিয়া মঞ্চ ৩০০ আসন ছাপিয়ে যাবে। আমি প্রতি রাজ্যেই সফর করছি আর দেখছি সেখানে একটা চোরাস্রোত বইছে। মোদী ভয় পাচ্ছেন এবং ভয়ে ভয়েই কথা বলছেন'।
কংগ্রেস সভাপতি আরও বলেন, "মোদী বলেছিলেন প্রতিবছর ২ কোটি বেকারের চাকরি হবে। কিন্তু কোথায় কর্মসংস্থান? কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা হয়নি। মোদী আসলে মিথ্যাবাদীদের নেতা। মোদী চায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের গরিব রাখতে। আর তাদের সংরক্ষণ দেওয়ারও ইচ্ছা নেই মোদীর।"
ওই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন উদ্ধব ঠাকরেও। তিনি বলেন, মোদীর মুখে শুধু পাকিস্তান শোনা যায়, কিন্তু চীনের বিষয়ে তিনি চুপ। চীন ভারত সীমান্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে কেন কিছু বলছেন না মোদী বা অমিত শাহ। অমিত শাহ-র উচিত ওই স্থানে পরিদর্শন করা। মহারাষ্ট্র জানে যে বালাসাহেব ঠাকরে আপনার বিপদে অনেক সাহায্য করেছিল, কিন্তু আপনি তা ভুলে গেছেন।
শরদ পাওয়ার বলেন, "মোদীর আগে যারা ক্ষমতায় ছিলেন তাঁরা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। আর এখন স্বাধীনতার পর প্রথম এমন নির্বাচন হচ্ছে যেখানে সংবিধান ও জনগণের মৌলিক অধিকার কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন