Ghatal: কেশপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ! এর জন্য হিরণকেই দায়ী করলেন দেব

People's Reporter: কেশপুরের বিভিন্ন জায়গায় বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্ত বুথে বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হিরণ। তাঁকে দেখে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান।
হিরণ চট্টোপাধ্যায় এবং দেব
হিরণ চট্টোপাধ্যায় এবং দেব ছবি - সংগৃহীত
Published on

ষষ্ঠ দফায় রাজ্যের ঘাটাল কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট চলাকালীন একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন সেখানের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরেই দীর্ঘক্ষণ আটকে থাকেন হিরণ। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। বিক্ষোভের মুখে পড়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, “কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।“

২০১৯–এর লোকসভা ভোটে কেশপুর থেকেই বিপুল লিড পেয়েছিল তৃণমূল। সেই দিকে নজর রেখে শুক্রবার রাত থেকেই কেশপুরের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন হিরণ। কিন্তু সকাল হতেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি।

অভিযোগ ওঠে, কেশপুরের বিভিন্ন জায়গায় বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে। খবর শুনেই বুথে বুথে যান হিরণ। কিন্ত বিভিন্ন বুথের সামনে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। হিরণের সঙ্গীরা অভিযোগ করেন, তাঁদের আক্রমণ করা হচ্ছে। যেখানে-সেখানে ইটবৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে। বিজেপির দাবি, বিক্ষোভকারীরা সকলে তৃণমূলের। 

বিক্ষোভের মুখে পড়ে হিরণের অভিযোগ, “কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।“ তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। কেন্দ্রীয় বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। যদিও স্থানীয়দের অভিযোগ, হিরণ এসে গোলমাল বাধিয়েছেন। স্বাভাবিক ভোটদানে বাধা সৃষ্টি করছেন।

অন্যদিকে, কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উপরেই চাপালেন তৃণমূল প্রার্থী দেব। তাঁর দাবি, তিনিও বিজেপি প্রভাবিত এলাকায় ভোট কেমন চলছে, দেখতে যাচ্ছেন। কোথাও তাঁকে ঘিরে বিক্ষোভ হয়নি। দেবের কথায়, “যেমন ব্যবহার করবেন, সেটাই ফেরত পাবেন।“ হিরণ চান, ‘সন্ত্রাসের পরিবেশ’ জিইয়ে থাকুক কেশপুরে। তাঁর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। কিন্তু উস্কানি দিচ্ছেন বিজেপি প্রার্থী।

হিরণ চট্টোপাধ্যায় এবং দেব
Lok Sabha Poll: অভিজিৎকে দেখে ‘চোর-চোর’ স্লোগান! 'হাড়গোড় ভাঙার' হুঁশিয়ারি তমলুকের BJP প্রার্থীর
হিরণ চট্টোপাধ্যায় এবং দেব
Live Blog: Lok Sabha Polls 24: কেশপুরে পুনর্নিবাচনের দাবি বিজেপি প্রার্থী হিরণের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in