ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ

Live Blog: ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ, সবথেকে বেশি মুর্শিদাবাদে

People's Reporter: অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ বাংলার চার কেন্দ্র - মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোট। ভোটের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা।

বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে, ৭৬.৪৯ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ। মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে জঙ্গিপুরে, ৭২.১৩ শতাংশ।

ভগবানগোলা উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ।

রাজ্যে  ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে 

তৃতীয় দফায় বিকেল পর্যন্ত রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে মোট ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে অভিযোগ জমা পড়েছে ২৫৩টি। যার মধ্যে সিপিআইএমের অভিযোগ সব থেকে বেশি, ১৬৩টি। কংগ্রেস অভিযোগ করেছে ২৯টি। বিজেপি ২৭টি এবং তৃণমূল ১৮টি অভিযোগ করেছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ থেকে।

জঙ্গিপুরে ৩ যুবককে পুলিশের হাতে তুলে দিল কেন্দ্রীয় বাহিনী

জঙ্গিপুরের সুতির ছাবঘাটী কেডি বিদ্যালয়ে বিভিন্ন জনের পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বার বার বারণ করা সত্ত্বেও কথা না শোনায় তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা।

ভোট দিলেন গায়ক অরিজিৎ সিং

স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে মুশির্দাবাদের জিয়াগঞ্জে প্রীতম সিংহ প্রাইমারি স্কুলে ২৬ নম্বর বুথে ভোট দিলেন গায়ক অরিজিৎ সিং। স্কুটি চালিয়ে ভোট কেন্দ্রে আসেন অরিজিৎ সিং। প্রিয় গায়ককে সামনে থেকে দেখে ভোট কেন্দ্রের বাইরে হইচই পড়ে যায়।

ভোট বয়কট মালদা উত্তরের ১২২ নম্বর বুথে

মালদা উত্তরের হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে ভোট বয়কট করলেন ভোটাররা। রাস্তা ও সেতু তৈরি হয়নি। তাই ভোট বয়কট করেছেন বুথের ১৩৫০ ভোটার। এদিন রাস্তায় বসে প্রতিবাদও দেখান তাঁরা।

ভোটের হারে এগিয়ে মুর্শিদাবাদ

বিকেল ৩টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৬৩.১১ শতাংশ। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে, ৬৫.৪০ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৬২.৯০ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৬২.৫৭ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে মালদহ উত্তরে, ৬১.৫০ শতাংশ।

ভগবানগোলা উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১৮ শতাংশ।

তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ ভোটারদের

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজন ভোটারের ভোটও দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৫৯ নম্বর বুথের ঘটনা। অভিযোগ স্বীকার করে নিয়েছেন প্রিসাইডিং অফিসারও। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।

ডোমকলে বাম-কংগ্রেস জোটের কর্মীদের ভোট দিতে বাধা, অভিযুক্ত তৃণমূল

ডোমকলের সেখালিপাড়া বিএসএমএম হাই স্কুলে ১৫৩ নম্বর বুথে বাম-কংগ্রেস জোটের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকারীরা ডোমকল থানায় গিয়ে পুলিশকে সব কিছু জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে বাম-কংগ্রেস জোটের সমর্থকদের ভোট দিতে সাহায্য করে।

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৪৯.২৭ শতাংশ

দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৪৯.২৭ শতাংশ। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে, ৫০.৫৮ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৪৯.৯১ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৪৮.৬৫ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে মালদহ উত্তরে, ৪৭.৮৯ শতাংশ।

ভগবানগোলা উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৪০ শতাংশ।

রাজ্যে বেলা ১১টা পর্যন্ত ২৯৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে 

তৃতীয় দফায় বেলা ১১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে মোট ২৯৮টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে অভিযোগ জমা পড়েছে ১৭৪টি। যার মধ্যে সিপিআইএমের অভিযোগ সব থেকে বেশি, ১৩৪টি। কংগ্রেস অভিযোগ করেছে ১৭টি। বিজেপি ৬টি এবং তৃণমূলও ৬টি অভিযোগ করেছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ থেকে।

মালদহ দক্ষিণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

মালদহ দক্ষিণের মোথাবাড়ির হামিদপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো। ভয় দেখিয়ে ভোটারদের বিজেপিকে ভোট দিতে বাধ্য করছেন বাহিনীর জওয়ানেরা, এমনটাই অভিযোগ।

বেলা ১১টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৩২.৮২ শতাংশ

বেলা ১১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৩২.৮২ শতাংশ। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি ভোট পড়েছে জঙ্গিপুরে, ৩৩.৮১ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ৩৩.০৯ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৩২.৭২ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে মালদহ উত্তরে, ৩১.৭৩ শতাংশ।

ভগবানগোলা উপনির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৯.৩৯ শতাংশ।

রাজ্যে ৩ ঘণ্টায় ১৮২টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে 

তৃতীয় দফায় রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে অভিযোগ জমা পড়েছে ৯৯টি। যার মধ্যে সিপিআইএমের অভিযোগ সব থেকে বেশি, ৭৩টি। কংগ্রেস অভিযোগ করেছে ১২টি। বিজেপি ২টি এবং তৃণমূলও ২টি অভিযোগ করেছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ থেকে।

রতুয়ায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মালদা উত্তর লোকসভার রতুয়ায় চাঁদমুনি ১ হাই মাদ্রাসায় ২০১ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের এজেন্টকে হুমকি দিয়ে বুথ থেকে বার করে দেওয়ারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। 

সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ। এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি ভোট পড়েছে জঙ্গিপুরে, ১৬.৯৫ শতাংশ। মালদহ দক্ষিণে ভোট পড়েছে ১৬.৩০ শতাংশ। মালদহ উত্তরে ভোট পড়েছে ১৫.৩৩ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে মুর্শিদাবাদে, ১৪.৮৭ শতাংশ।

হাতাহাতিতে জড়িয়ে পড়লেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী

জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে ভোটারদের প্ররোচিত করার অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ। এর নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে পৌঁছায়। কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জঙ্গিপুরের অজগরপাড়ার ৮৮ নম্বর বুথের ঘটনা।

রানিনগরে তৃণমূল কর্মী সিপিআইএম এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ, ঘটনাস্থলে সেলিম

মুর্শিদাবাদের রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিআইএম এজেন্টকে মারধর করে বের করে দিয়ে, তৃণমূল কর্মী সিপিআইএম এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ উঠেছে। খবর পেয়ে গ্রামে যান সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। প্রাণভয়ে প্রায় ৩ ঘণ্টা পাশের এক কলাবাগানে লুকিয়ে থাকা 'আসল' সিপিআইএম এজেন্ট মোস্তাকিন শেখকে বুথে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন সেলিম নিজেই।

ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরার পর মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে বাম এবং নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এরকম চুরি প্রথম শুনলাম। গ্রেফতার করতে বলছি কিন্তু সেক্টর অফিসার গ্রেফতার করছেন না।”

এর পর গ্রামের ভিতর ঘুরেও পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেলিম। ভোটারদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য। 

ভোট দেওয়ার পর কী বললেন প্রধানমন্ত্রী?

আহমেদাবাদের একটি বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ লোকসভা ভোটের তৃতীয় দফা। আমাদের দেশে এই 'ভোট দান'-এর গুরুত্ব অনেক। সেই চেতনা থেকে দেশবাসীর উচিত বিপুল মাত্রায় ভোট দান করা। গুজরাটের ভোটার হিসেবে এই কেন্দ্র থেকেই আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।"

সুষ্ঠু ভাবে গত দুই দফার ভোট নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মোদী।

নির্বাচনের অবিরাম কভারেজ প্রদানকারী মিডিয়াকর্মীদেরও বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেন, "আপনারা স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রচুর জল পান করুন।"

বাংলার চার কেন্দ্রে ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ

বাংলার চার কেন্দ্রে সকাল ৮টা পর্যন্ত ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে। এর মধ্যে মালদহ দক্ষিণ থেকে এসেছে ২৭টি অভিযোগ। জঙ্গিপুর থেকে এসেছে ১৭টি অভিযোগ।

একাধিক অভিযোগ মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের 

একাধিক জায়গায় বাম পোলিং এজেন্টদের বদতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, "তেতুলিয়া, ডোমকলের শহরের কয়েকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। পথ আটকানো হচ্ছে, মারধর করা হচ্ছে। নাম নির্দিষ্ট করে আমরা পুলিশকে জানিয়েছি। স্থানীয় পুলিশ যা করেচ, বলেছে ঠিক আছে, আমরা দেখছি। আমরা কুইক রেসপন্স টিমকেও জানিয়েছি। ওরা গিয়েছে। আমি নিজেও যাব। শান্তিপূর্ণ ভোট করাতে হলে রাস্তাঘাটেও যাতে মস্তানবাহিনী না থাকে সেটা নিশ্চিত করতে হবে।"

বুথের ভিতরে ঢুকে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে, অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরূপার

বুথের ভিতরে ঢুকে রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ তুললেন মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। পুলিশ পর্যবেক্ষকের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি।

ভোট দিলেন মোদী-শাহ

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গান্ধীনগরের ভোটার মোদী। এদিন সকালে আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত শাহ। তিনিও মোদীর সাথে একই ভোট কেন্দ্রে ভোট দেন। দুজনেই একসাথে রাস্তা দিয়ে হেঁটে ভোটকেন্দ্রে যান। তাঁদের দেখতে রাস্তার দু'ধারে জনতার ভিড় ছিল।

রানিনগরে বাম এজেন্টকে মারধর

মুর্শিদাবাদের রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণভয়ে মোস্তাকিন শেখ নামের ওই সিপিআইএম এজেন্ট পাশের এক বাগানে আশ্রয় নেন। কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

মালদহ দক্ষিণে অধিকাংশ বুথে ইভিএম খারাপ, অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর

মালদহ দক্ষিণের অধিকাংশ বুথেই EVM খারাপ, ভোটাররা বিরক্ত হচ্ছেন। এমনটাই অভিযোগ করলেন সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ডোমকলে বোমাবাজির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

ভোট শুরু হওয়ার আগেই সন্ত্রাসের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ উঠলো তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় হতাহত হয়নি কেউ।

বাংলার চার কেন্দ্রে ভোট শুরু

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার চার কেন্দ্র মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোট আজ। সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনও হচ্ছে আজ।

দেশের একঝাঁক হেভিওয়েটআজ লড়াইয়ের ময়দানে

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বাংলার চার কেন্দ্রও রয়েছে। এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন - গান্ধীনগরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পোরবন্দরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, মধ্যপ্রদেশের গুণার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিদিশার বিজেপি প্রার্থী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, রাজগড়ের কংগ্রেস প্রার্থী মধ্যপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, মৈনপুরীর সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব (অখিলেশ যাদবের স্ত্রী), মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in