

নির্বাচন চলাকালীন বুথের মধ্যে লাইভ স্ট্রিম করেছিলেন গুজরাটের এক বিজেপি নেতা। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের ভোটদানে বাধা সৃষ্টি করছে। এটা সংবিধান বিরোধী।
ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদে। অভিযোগ, গত ৭ মে দেশে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন বুথে ঢুকে ইভিএম নিয়ে দীর্ঘক্ষণ ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করেছিলেন বিজয় ভাভোর। যিনি রাজ্যের বিজেপি নেতা রমেশ ভাভোরের পুত্র। লাইভ ভিডিওটি দেখে পুলিশ বিজয়কে গ্রেফতার করেছে। পাশাপাশি বিজেপির এক এজেন্টকেও আটক করা হয়েছে বলেই খবর।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটিতে বিজেপি নেতার ছেলেকে ইভিএম-এ ভুয়ো ভোট দিতে দেখা যায়। শুধু তাই নয়, কর্মকর্তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। দলীয় এজেন্টও বিজেপি নেতার ছেলেকে সমর্থন করছিলেন। রীতিমতো বুথের ভিতর পরিস্থিতি অশান্ত করেছিলেন ওই দুজন।
গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রভা তাভিয়াদ। তিনি পুনর্নিবাচনেরও দাবি জানিয়েছেন। পাশাপাশি কংগ্রেস গুজরাটের মুখপাত্র মণীশ দোশি অভিযোগ করেন, বিজেপি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একাধিক জায়গায় ভোটারদের ভোটদানে বাধা দিয়েছে। এই ভাবে সাংবিধানিক অধিকারকে কেউ খর্ব করতে পারে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন