ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ

Live Blog: Lok Sabha Polls 24: ১১টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা, সবথেকে পিছিয়ে মহারাষ্ট্র

People's Reporter: অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮৯ কেন্দ্রে ভোটগ্রহণ। মধ্যপ্রদেশের বেতুল কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। সেই ভোট হবে তৃতীয় দফায়।

বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হারে শীর্ষে ত্রিপুরা

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজ্যে ভোটদানের হার নিম্নরূপ।

আসাম – ৭০.৬৬%

বিহার ৫৩.০৩%

ছত্তিশগড় – ৭২.১৩%

জম্মু ও কাশ্মীর – ৬৭.২২%

কর্ণাটক – ৬৩.৯০%

কেরালা – ৬৩.৯৭%

মধ্যপ্রদেশ – ৫৪.৮৩%

মহারাষ্ট্র – ৫৩.৫১%

মণিপুর – ৭৬.০৬%

রাজস্থান – ৫৯.১৯%

ত্রিপুরা – ৭৬.২৩%

উত্তরপ্রদেশ – ৫২.৬৪%

পশ্চিমবঙ্গ – ৭১.৮৪%

দুপুর ১১টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা, সবার নিচে মহারাষ্ট্র

সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার -

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে শুক্রবার ভোটদানের দ্বিতীয় পর্যায়ে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার নিম্নরূপ -

ত্রিপুরা - ৩৬.৪২ শতাংশ

ছত্তিশগড় - ৩৫.৪৭ শতাংশ

মণিপুর - ৩৩.২২ শতাংশ

পশ্চিমবঙ্গ - ৩১.২৫ শতাংশ

মধ্যপ্রদেশ - ২৮.১৫ শতাংশ

আসাম - ২৭.৪৩ শতাংশ

রাজস্থান - ২৬.৮৪ শতাংশ

J&K - ২৬.৬১ শতাংশ

কেরালা - ২৫.৬১ শতাংশ

উত্তরপ্রদেশ - ২৪.৩১ শতাংশ

কর্ণাটক - ২২.৩৪ শতাংশ

বিহার - ২১.৬৮ শতাংশ

মহারাষ্ট্র - ১৮.৮৩ শতাংশ

প্রখর দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে চলছে ভোটগ্রহণ

অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮টি আসনের জন্য ভোটগ্রহণ আজ ২৬ এপ্রিল সকাল ৭টায় শুরু হয়েছে। কেরালা, রাজস্থান এবং ত্রিপুরার সমস্ত কেন্দ্রের পাশাপাশি কর্ণাটক এবং বাইরের মণিপুরের ২৮টি নির্বাচনী এলাকার মধ্যে ১৪টি সহ মোট ৫৪৩টি লোকসভা কেন্দ্রের এক তৃতীয়াংশে আজ ভোট হচ্ছে৷

উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে আটটি আসন, মধ্যপ্রদেশে সাতটি, আসাম ও বিহারে পাঁচটি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি এবং জম্মু ও কাশ্মীরে একটি করে আসন রয়েছে।

২০১৯ সালে, ক্ষমতাসীন এনডিএ এবং যে দলগুলি এখন বিরোধী দলের ইন্ডিয়া মঞ্চ গঠন করে তারা এই আসনগুলির মধ্যে যথাক্রমে ৬১ এবং ২৩টি আসন জিতেছিল। যার মধ্যে অবিভক্ত শিবসেনা চারটি এবং বিএসপি একটি আসনে জয়ী হয়েছিল। মোট আসনের মধ্যে, বিজেপি একা জিতেছিল ৫৫টি এবং কংগ্রেস ১৮টি।

দ্বিতীয় দফার ৮৯ আসনের মধ্যে গতবারের ফলাফলে বিজেপির দখলে ৫৫

লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, শুক্রবার ১৩ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৯ টি আসনে ভোট হবে। এদিনের ভোটগ্রহণের পরে কেরালা, রাজস্থান, মণিপুর এবং ত্রিপুরার সমস্ত আসন সহ মোট ৫৪৩টি লোকসভা আসনের এক তৃতীয়াংশ এবং কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ১৪টিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আউটার মণিপুরে, ১৩টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে; এর আগে প্রথম দফায় ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

৮৯টি আসনের মধ্যে ৯ এবং ৭টি আসন যথাক্রমে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি এই ৮৯ আসনের মধ্যে ৫৫টিতে জয়লাভ করেছিল।

আজ রাজ্যের ৩ কেন্দ্রে ভোট

শুক্রবার রাজ্যের ৩ কেন্দ্রে ভোট। যার মধ্যে আছে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। এই তিন কেন্দ্রের মধ্যে দার্জিলিং এবং রায়গঞ্জে বাম কংগ্রেস সমঝোতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বালুরঘাটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরএসপি প্রার্থী।

পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন গোপাল লামা, বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্তা এবং বাম কংগ্রেস সমঝোতায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুনীশ তামাং।

রায়গঞ্জ আসনে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল, তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে এবং ওই আসনে বাম সমর্থিত কংগ্রস প্রার্থী হলেন আলি ইমরান রামজ (ভিক্টর)। 

বালুরঘাটে মূল লড়াই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তর মধ্যে।

দ্বিতীয় দফায় কোন কোন আসনে ভোট? এক নজরে

আসাম (৫): করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদোই, নওগং, কালিয়াবোর

বিহার (৪): কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর

ছত্তিশগড় (৩): রাজনন্দগাঁও, মহাসমুন্দ, কাঙ্কের

জম্মু ও কাশ্মীর (১): জম্মু

কর্ণাটক (১৪): উদুপি চিকামাগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গ, তুমকুর, মান্ডা, মহীশূর, চামরাজানগর, ব্যাঙ্গালোর গ্রামীণ, ব্যাঙ্গালোর উত্তর, ব্যাঙ্গালোর সেন্ট্রাল, ব্যাঙ্গালোর দক্ষিণ, চিকবল্লাপুর, কোলার

কেরালা (২০): কাসারাগোড, কান্নুর, ভাটাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপ্পুঝা, মাবেলিক্কারা, পাথানামথিত্তা, কোল্লাম, আত্তিঙ্গাল, থিরুভানান্তপুর।

মণিপুর (১): আউটার মণিপুর (হিংসাদীর্ণ মণিপুরের এই কেন্দ্রে দু'দফায় ভোট হচ্ছে)।

মধ্যপ্রদেশ (৭): টিকামগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া, হোশাঙ্গাবাদ, বেতুল

মহারাষ্ট্র (৯): বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াবত্মাল ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি

রাজস্থান (১৩) : টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসমন্দ, ভিলওয়ারা, কোটা, ঝালাওয়ার-বরান

ত্রিপুরা (১): ত্রিপুরা পূর্ব

উত্তরপ্রদেশ (৮): আমরোহা, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মথুরা

পশ্চিমবঙ্গ (৩): দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

আজ ভোট ৮৯ আসনে, ময়দানে রাহুল, শশী, হেমা, কুমারস্বামী 

শুক্রবার ২৬ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট নেওয়া শুরু হবে সকাল ৭টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ লড়াইয়ের ময়দানে আছেন বিদায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, এইচ ডি কুমারস্বামী সহ একাধিক হেভিওয়েট প্রার্থী।

শুক্রবারের ভোটে সিপিআইএম-এর উল্লেখযোগ্য তিন প্রার্থী লড়াইয়ের ময়দানে আছেন। তাঁরা হলেন কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা (ভাদাকারা) এবং টমাস আইজ্যাক (পথনমথিট্টা)। দলের পলিটব্যুরো সদস্য এ বিজয়রাঘবন প্রার্থী পালাক্কাড় আসনে। আজ কেরালার ২০টি লোকসভা আসনে ভোটগ্রহণ।

২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ রাখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১২১০ জন প্রার্থী লড়বেন দ্বিতীয় দফায়। মনোনয়ন জমা পড়েছিল ২৬৩৩টি।

৮৯ কেন্দ্রের মধ্যে আসামের ৫টি কেন্দ্র, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, পশ্চিমবঙ্গের ৩টি, জম্মু ও কাশ্মীরের ১টি, কর্ণাটকের ১৪টি, কেরালার ২০টি আসন, মধ্যপ্রদেশের ৭টি আসন, মহারাষ্ট্রের ৮টি আসন, মণিপুরের ১টি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরার ১টি এবং উত্তরপ্রদেশের ৮টি আসনে নির্বাচন হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in