বারাসাত লোকসভায় প্রার্থী বদল বামেদের, বরানগর বিধানসভা উপনির্বাচনে CPIM প্রার্থী তন্ময় ভট্টাচার্য

People's Reporter: প্রার্থী ঘোষণার পর প্রবীরের বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। তারপর জল্পনা তৈরি হয় বারাসাত কেন্দ্রের প্রার্থী বদলের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক সপ্তাহ আগে উত্তর ২৪ পরগণার বারাসাত লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী ঘোষণা করা হয় ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে। প্রার্থী ঘোষণার পর প্রবীরের বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। জল্পনা শুরু হয় বারাসাত কেন্দ্রের প্রার্থী বদলের। জল্পনা সত্যি করে বুধবার বিকালে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বারাসাত কেন্দ্রের নতুন প্রার্থী নাম ঘোষণা করেন।

প্রবীর ঘোষের বদলে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে। সঞ্জীব বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ছিলেন। পাশাপাশি, বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন তিনি।

উল্লেখ্য, বারাসাতে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রবীরের বিরুদ্ধে বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে আলিমুদ্দিনে  বৈঠকে করে রাজ্য কমিটি। সেই বৈঠকেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বারাসাত কেন্দ্রের প্রার্থী বদলের পাশাপাশি এদিন দক্ষিণ ২৪ পরগণার জয়নগর লোকসভার প্রার্থীর নামও ঘোষণা করা হয়। জয়নগর থেকে প্রার্থী করা হয়েছে আরএসপির সমরেন্দ্রনাথ মণ্ডলকে।

এছাড়া এদিন ঘোষণা করা হয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীও। প্রার্থী হয়েছেন সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য।

প্রতীকী ছবি
Lok Sabha Polls 24: ২২ আসনে প্রার্থী ঘোষণা RJD-র, তালিকায় লালুর দুই মেয়ে ছাড়াও আর কে কে রয়েছেন?
প্রতীকী ছবি
CPIM: কংগ্রেসের পর CPIM-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আয়কর দফতরের নোটিশ! কমিশনকে কড়া ভাষায় চিঠি ইয়েচুরির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in