Karnataka Polls: সংরক্ষণের সীমা ৭৫% করার প্রতিশ্রুতি! নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের বড় চমক

রাজ্যের তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর শ্রেণীসহ লিঙ্গায়ত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের মানুষের মন পেতে সংরক্ষণ (Reservation)-কেই হাতিয়ার করেছে কংগ্রেস।
ফাইল চিত্র
ফাইল চিত্র ছবি - কর্নাটক কংগ্রেস ট্যুইটার

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আর বাকী মাত্র ৮ দিন। তা মাথায় রেখেই আজ মঙ্গলবার, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। আর, তাতে রাজ্যে সংরক্ষণের (Reservation) সীমা সর্বোচ্চ ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, সরকারী কাজে দুর্নীতি নির্মূল-সহ রাজ্যে হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন চালুর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

গতকালই, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তাতে, অভিন্ন দেওয়ানি বিধি থেকে NRC চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, রাজ্যের উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। আর, সেই ইস্তেহারকে ছাপিয়ে রাজ্যের তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর শ্রেণীসহ লিঙ্গায়ত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের মানুষের মন পেতে সংরক্ষণ (Reservation)-কেই হাতিয়ার করেছে কংগ্রেস।

গত ২৫ মার্চ, কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ কেড়ে নেয় বাসবরাজ সরকার। রাজ্যের ওবিসি মুসলিম সম্প্রদায়ের মানুষ শিক্ষা ও চাকরীতে যে ৪ শতাংশ সংরক্ষণ পেত, তা প্রত্যাহার করে নেয় বিজেপি সরকার। আর, তা ভাগ করে দেওয়া হয় লিঙ্গায়েত এবং ভোক্কালিগা সম্প্রদায়ের মধ্যে। এবার, সেই সংরক্ষণ প্রথাকেই হাতিয়ার করে বিজেপিকে ধাক্কা দিতে চাইছে কংগ্রেস।

সূত্রের খবর, মঙ্গলবার, বাঙ্গালোরে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার, বিধানসভার বিরোধী নেতা সিদ্দারামাইয়া, বিধান পরিষদের বিরোধী নেতা বি কে হরিপ্রসাদ ও ইস্তেহার কমিটির চেয়ারম্যান জি পরমেশ্বর সাংহা।

কংগ্রেসের বড় প্রতিশ্রুতি

- ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সমস্ত অমীমাংসিত মেট্রো প্রকল্পের কাজ শেষ করা হবে।

- মেগা বেঙ্গালুরু প্ল্যানিং কমিটি (MBPC) তৈরি করা হবে।

- যানজট কমানোর জন্য প্রয়োজনীয় উইং সহ এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ করা হবে।

- বেল্লারি (Bellary)-কে ভারতের জিন্স ক্যাপিটাল হিসাবে গড়ে তোলা হবে।

- জল সরবরাহ, পরিবহন-সহ একাধিক জন-পরিষেবা পরিচালিত করার জন্য ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP)-কে দায়িত্ব প্রদান করা হবে। এজন্য নতুন আইন প্রণয়ন করা হবে।

- রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের জন্য ৫০০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে।

- সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষকে উৎসাহিত করবে রাজ্য সরকার। তাই, সোলার অ্যাপ্লায়েন্স ইনস্টল করার জন্য সর্বোচ্চ ২৫ শতাংশ বা ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।

- উপকূলীয় কর্ণাটকে জোয়ার-ভাটার শক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করবে সরকার।

- অতিরিক্ত ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও মেগা সোলার পার্ক নির্মাণ করবে কংগ্রেস সরকার।

- সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার জন্য সমস্ত ছাত্র এবং প্রবীণ নাগরিকদের ছাড়পত্র দেওয়া হবে।

- কর্ণাটকের বনভূমি এলাকার আয়তন ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

- স্কুলের ফি নিয়ন্ত্রণে আনা হবে এবং বিপিএল শিক্ষার্থীদের ফি কমানো হবে।

- প্রত্যেকে যাতে ভালো মানের ওষুধ পান তা নিশ্চিত করতে, প্রতিটি তালুকে ১০ টি কস্তুরবা আউশাদা কেন্দ্র স্থাপন করা হবে।

- কর্ণাটকের সমস্ত গৃহহীন পরিবারকে আগামী পাঁচ বছরের মধ্যে একটি বাড়ি নিশ্চিত করতে।

- সমবায় ক্ষেত্রে সংঘটিত প্রতারণার তদন্ত করা হবে। এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফাইল চিত্র
Karnataka Polls: 'মোদীর বোঝা উচিত...', '৯১ বার গালি' মন্তব্যের পাল্টা জবাব রাহুলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in