কংগ্রেসের প্রবীণ লিঙ্গায়েত নেতা ও  অখিলা ভারতীয়া বীরশৈব মহাসভার সভাপতি শামানুর শিবশঙ্করপ্পা
কংগ্রেসের প্রবীণ লিঙ্গায়েত নেতা ও অখিলা ভারতীয়া বীরশৈব মহাসভার সভাপতি শামানুর শিবশঙ্করপ্পা

Karnataka: লিঙ্গায়েত মঠের প্রধানদের সঙ্গে বৈঠক কংগ্রেস নেতাদের, ভোটের মুখে আরও চাপে বিজেপি

এই তিন প্রভাবশালী লিঙ্গায়েত নেতা এক জায়গায় এসে, কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আর, এতেই চাপে পড়েছে বিএস ইয়েদুরাপ্পার দল।

কর্ণাটকে লিঙ্গায়েত ভোটকেই পাথেয় করে বিজেপিকে কোনঠাসা করতে চাইছে কংগ্রেস। তেমনই প্রচেষ্টা বারে বারে সামনে আসছে। সূত্রের খবর, শনিবার, কংগ্রেসের সিনিয়র কংগ্রেস নেতারা দল বেঁধে দেখা করেছেন লিঙ্গায়েত মঠের প্রধানদের সাথে। তাঁদের সাথে বৈঠকও করেছেন তাঁরা।

এই ঘটনা সামনে আসতেই আরও চাপে পড়েছে শাসকদল বিজেপি। কেননা, কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার (Jagadish Shettar)। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পরে রাজ্য রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী লিঙ্গায়েত মুখ।

শেট্টারকে কংগ্রেসে আসতে রাজী করান কংগ্রেসের প্রবীণ লিঙ্গায়েত নেতা ও অখিলা ভারতীয়া বীরশৈব মহাসভার সভাপতি শামানুর শিবশঙ্করপ্পা (Shamanur Shivasankarappa)। সঙ্গে ছিলেন আরেক লিঙ্গায়েত নেতা এমবি পাটিল।

সূত্রের খবর, লিঙ্গায়েত মঠের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন শামানুর শিবশঙ্করপ্পাও।

জানা যাচ্ছে, পূর্বে রাজনৈতিক দল আলাদা হলেও, শিবশঙ্করপ্পা, পাটিল ও শেট্টারের মধ্যে পারিবারিক একটি সম্পর্ক আছে। শেট্টারের ছেলে প্রশান্তের বিয়ে হয়েছে শিবশঙ্করপ্পার নাতনি আঁচলের সঙ্গে। এ ছাড়া, শিবশঙ্করপ্পার আর এক নাতনির সঙ্গে বিয়ে হয়েছে পাতিলের ছেলের।

এবার, এই তিন প্রভাবশালী লিঙ্গায়েত নেতা এক জায়গায় এসে, কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আর, এতেই চাপে পড়েছে বিএস ইয়েদুরাপ্পার দল।

শেট্টার শিবির সূত্রে খবর, বৈঠকে কংগ্রেস নেতারা লিঙ্গায়েত মঠকে বুঝিয়েছে, লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতৃত্বকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি। তাই, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পাকে জোরপূর্বক সরতে বাধ্য করেছে গেরুয়া শিবির।

আর, তাঁর (ইয়েদুরাপ্পা) জায়গায় ,বাসবরাজ বোম্মাইয়ের মতো একজন দুর্বল নেতাকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়েছে। যাঁর বিজেপিতে কোনও দাপট নেই। যিনি জনতা দল থেকে আনুগত্য বদল করে বিজেপিতে এসেছেন।

লিঙ্গায়েত সম্প্রদায়ের মুরুসাবির মঠ প্রধান গুরুসিদ্ধ রাজযোগীন্দ্র স্বামীকে কংগ্রেস নেতা বলেছেন, শুধু ইয়েদুরাপ্পা নয়, জগদীশ শেট্টরের মতো শক্তিশালী লিঙ্গায়েত নেতাকেও সরিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে আসন দিতে চায়নি বিজেপি। নেতৃত্বকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপির ব্রাহ্মণবাদী লবি। যে লবির নেতৃত্ব দিচ্ছেন বিজেপির ন্যাশনাল সাংগঠন সম্পাদক বি.এল. সন্তোষ ও প্রহ্লাদ জোশী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in