Karnataka Polls: কর্ণাটক নির্বাচন – এই প্রথম কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে কোটিপতি প্রার্থীরা

কর্ণাটকের বিজেপি সরকারের ক্ষুদ্র শিল্প ও পৌর প্রশাসন মন্ত্রী এম টি বি নাগরাজ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে ১,৬১৪.৫ কোটি টাকার সম্পত্তির তথ্য পেশ করেছেন।
কর্ণাটক বিধানসভা
কর্ণাটক বিধানসভাফাইল ছবি সংগৃহীত

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের সবচেয়ে ধনী প্রার্থীরা - যারা হাজার কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন, তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকায় বিরোধীদের কাছ থেকে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন৷ এর আগে, তাঁরা কখনই ঘরের মাঠে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েননি।

কর্ণাটকের বিজেপি সরকারের ক্ষুদ্র শিল্প ও পৌর প্রশাসন মন্ত্রী এম টি বি নাগরাজ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে ১,৬১৪.৫ কোটি টাকার সম্পত্তির তথ্য পেশ করেছেন। কমিশনের তথ্য অনুসারে, এবারের নির্বাচনে তিনিই সবথেকে ধনী প্রার্থী।

২০১৮ বিধানসভা নির্বাচনে, নাগরাজ ১,০৬০ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। নাগরাজ এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য ২,৬০৭ কোটি টাকা।

এবারের নির্বাচনে নাগরাজ কংগ্রেস প্রার্থী শরথ বাচ্চে গৌড়ার বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। শরথ বাচ্চে গৌড়া নির্দল প্রার্থী হিসাবে ২০১৯ সালের উপনির্বাচনে নাগরাজকে পরাজিত করেছিলেন। এবার তাঁদের মধ্যে সরাসরি লড়াই।

নাগরাজ ২০২১-২২ সালে মোট আয় হিসাবে ৯৬.৮৪ কোটি টাকা দেখিয়েছেন। তাঁর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯.১২ কোটি টাকা এবং ৩৩.০৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। তিনি এমটিবি এস্টেট এবং সম্পত্তিতে ১৯৬.৫৪ কোটি টাকার মূলধন বিনিয়োগ দেখিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর স্ত্রী এম শান্তকুমারের একই কোম্পানিতে ১২৭.৩২ কোটি টাকার মূলধন বিনিয়োগ রয়েছে।

এছাড়াও, তাঁর নামে ৩৭২.৪২ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে এবং তাঁর স্ত্রীর ১৬৩.৭৮ কোটি টাকা রয়েছে। তাঁর নামে স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ৭৯৮.৩৮ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর ২৭৪.৯৭ কোটি টাকা।

নাগরাজ ১.৬৫ কোটি টাকার ল্যান্ড রোভার ডিফেন্ডারের মালিক। তাঁর স্ত্রী ১.০৪ কোটি টাকার পোর্শের মালিক। নবম শ্রেণীতে স্কুল ত্যাগী নাগরাজ ছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতাদের মধ্যে একজন, যারা ২০১৯ সালে বিজেপিতে চলে গিয়েছিলেন৷

রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার, যিনি কনাকাপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁকে সবচেয়ে ধনী প্রার্থীদের একজন হিসাবে বিবেচনা করা হচ্ছে৷ তিনি ১,২১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ঘোষণা করেছেন।

শিবকুমার এবার তার নিজের এলাকায় বিজেপির রাজস্ব মন্ত্রী আর. অশোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অশোক ৭৫.৭৩ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। এর আগের সবকটি নির্বাচনেই শিবকুমার সহজে জয়ী হয়েছেন। কিন্তু এই নির্বাচনে তাঁকে আটকাতে সব শক্তি প্রয়োগ করছে বিজেপি।

শিবকুমার ২০২১-২২ সালের জন্য ১৪.২৪ কোটি টাকার আয় দেখিয়েছেন। তাঁর নামে স্থাবর সম্পদের মূল্য ২৪৪.৯৩ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ১৪২.২৭ কোটি টাকা। তাঁর স্থাবর সম্পত্তির আনুমানিক বর্তমান বাজার মূল্য ৯৭০.০১ কোটি টাকা হিসাবে দেখানো হয়েছে।

তিনি ২০১৮ থেকে সম্পদের ৪৪ শতাংশ বৃদ্ধি দেখিয়েছেন। ২০১৮ সালে, তিনি তাঁর মোট সম্পদমূল্য ৮৪০ কোটি টাকা ঘোষণা করেছিলেন। শিবকুমার বলেছেন যে তিনি উত্তরাধিকার সূত্রে ২৮.৭৫ কোটি টাকার সম্পত্তি পেয়েছেন। তাঁর কাছে ৯ লাখ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং ২৩.৯০ লাখ টাকা মূল্যের Hublot ঘড়ি রয়েছে।

তিনি পূর্ব মিডটাউনে আটটি অ্যাপার্টমেন্ট, সালারপুরিয়াতে চারটি ফ্ল্যাট এবং নয়াদিল্লিতে তিনটি সম্পত্তির মালিক। শিবকুমারকে সেপ্টেম্বর ২০১৯ সালে একটি আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় এবং অক্টোবর ২০১৯-এ তিনি মুক্তি পান। মুক্তির পরে তাকে অভূতপূর্ব অভ্যর্থনা জানানো হয়েছিল এবং কংগ্রেস তাকে কেপিসিসি সভাপতির পদে উন্নীত করেছিল৷ এখন, দল তাঁকে মুখ্যমন্ত্রী প্রার্থীদের একজন হিসাবে প্রজেক্ট করছে।

গোবিন্দরাজনগরের কংগ্রেস প্রতিদ্বন্দ্বী এবং প্রাক্তন বিধায়ক প্রিয়কৃষ্ণ হলফনামায় ১,১৫৬.৮৩ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ঘোষণা করেছেন। ২০১৮ সালে, প্রিয়কৃষ্ণ ১,০২০ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। তাঁর ৯৩৫ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ২২১.৮৩ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

তিনি উত্তরাধিকার সূত্রে ১৮৩ কোটি টাকার সম্পদ পেয়েছেন। বিজেপি এই আসনে উমেশ শেঠি নামে একজন কর্পোরেটর এবং নতুন মুখকে প্রার্থী করেছে। তাঁর জয় নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় রোড শো করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে এই আসনের প্রতিনিধিত্ব করেছিলেন আবাসন মন্ত্রী ভি সোমান্না।

হেব্বালের কংগ্রেস প্রার্থী ভৈরথি সুরেশ ৬৪৮.১২ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। তিনি ২০১৮ সালে ৪১৬.৭ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। তার অস্থাবর সম্পদের মূল্য ৫৭ কোটি টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ৫৬১ কোটি টাকা।

তিনি বিজেপি দলের কট্টা জগদীশের মুখোমুখি হচ্ছেন, যিনি প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। কট্টা জগদীশ বিজেপির সিনিয়র নেতা কট্টা সুব্রামণ্য নাইডুর ছেলে।

কর্ণাটক বিধানসভা
লোকসভা নির্বাচনে BJP-র বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা
কর্ণাটক বিধানসভা
Karnataka Polls: সোনিয়া গান্ধী 'বিষকন্যা' - খাড়গের মন্তব্যের জবাবে বিতর্কিত মন্তব্য BJP নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in