Karnataka Polls: কর্ণাটকে ফল ঘোষণার আগেই দিল্লি, বেঙ্গালুরুর কংগ্রেস অফিসে উৎসবের মেজাজ
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। এখনও পর্যন্ত কোনো আসনের ফলাফল ঘোষিত না হলেও গণনার প্রাথমিক গতিপ্রকৃতি অনুসারে বিজেপিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে কংগ্রেস। আর এর মাঝেই দিল্লি এবং বেঙ্গালুরুতে কংগ্রেস অফিসে শুরু হয়ে গেছে বিজয় উৎসব।
দিল্লীতে ২৪ আকবর রোডের কংগ্রেস অফিসের বাইরে চলছে বাজি ফাটানো। মিষ্টি বিতরণ করা হচ্ছে। কংগ্রেসের পতাকা নিয়ে দলে দলে মানুষ ভিড় করছেন দলীয় অফিসের বাইরে।
ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর এক ভিডিও পোষ্ট করা হয়েছে। যেখানে ভারত জোড়ো যাত্রার একটি গান ব্যবহার করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে করা অন্য এক ট্যুইটে বলা হয়েছে, আমি ভারতের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।
রাহুল গান্ধীর ওই ভিডিওতে গানের কথায় বলা আছে, আমাকে আটকানো যাবে না। আমাকে কোনোভাবেই আটকানো যাবে না।
প্রসঙ্গত বেলা ১১.৪৪ মিনিটে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে কংগ্রেস এগিয়ে ১১৭ আসনে, বিজেপি এগিয়ে ৭৬ আসনে এবং জেডিএস এগিয়ে ২৪ আসনে। নির্দলরা এগিয়ে ৫ আসনে এবং কেআরপিপি ও এসকেপি এগিয়ে ১টি করে আসনে।
ভোট শতাংশের বিচারে কংগ্রেসের ঝুলিতে গেছে ৪২.৯৪ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ৩৬.২২ শতাংশ ভোট এবং জেডিএস পেয়েছে ১২.৯৯ শতাংশ ভোট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন