
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এখনও পর্যন্ত কোনো আসনের ফলাফল ঘোষিত না হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ১২৯ আসনে। বিজেপি এগিয়ে ৬৭ আসনে এবং জেডিএস এগিয়ে ২২ আসনে। অন্যান্যরা এগিয়ে ৬ আসনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আথানি কেন্দ্রে কংগ্রেসের লক্ষণ সাবাদি ২৫ হাজার ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৪০,২২৫ ভোট এবং বিজেপি প্রার্থী মহেশ কুমাথাল্লি পেয়েছেন ১৫,২১৮ ভোট।
বেল্লারি কেন্দ্রে কংগ্রেসের বি নগেন্দ্র পেয়েছেন ৫৪,৮৮৯ ভোট। এই কেন্দ্রে বিজেপির বি শ্রীরামালু পেয়েছেন ৩২,১৬০ ভোট।
ইয়েমকাম্মারডি কেন্দ্রে কংগ্রেসের সতীশ জারকিহোলি পেয়েছেন ৬০,৬৯৯ ভোট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছে ২৫,০০০ ভোট। এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় ৩৫ হাজার ভোটে।
চামারিপেট কেন্দ্রে কংগ্রেসের বি জে জমীর আহমেদ পেয়েছেন ৫৮,৭৫৬ ভোট। তিনি জেডিএস প্রার্থী সি গোবিন্দরাজের থেকে ৪৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
সর্বাগনাগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কে জি জর্জ পেয়েছেন ৭৩,৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এখনও পর্যন্ত পেয়েছেন ২৪,৬৫৭ ভোট।
চিত্রদুর্গা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কে সি বীরেন্দ্র পাপ্পি তাঁর নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৯,৮৮৩ ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৫,৪৪২ ভোট।
কনকপুরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ডি শিবকুমার পেয়েছেন ৫০,৪৮৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জেডিএস-এর বি নাগারাজু পেয়েছেন ৮,৭৩৮ ভোট।
বরুণা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সিদ্দারামাইয়া বিজেপি প্রার্থী ভি সোমান্নার চেয়ে ৫ হাজার ভোটে এগিয়ে আছেন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন