কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের দৌড়ে এগিয়ে কংগ্রেসের সিদ্দারামাইয়া: Survey

সমীক্ষায় ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল’ হিসাবে বিজেপিকে চিহ্নিত করেছেন ৫৯ শতাংশ ভোটদাতা। আর, ৩৫ শতাংশ ভোটদাতা কংগ্রেসকে এবং ৩ শতাংশ ভোটদাতা জেডি(এস)-কে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল’ হিসাবে চিহ্নিত করেছেন।
সিদ্দারামাইয়া এবং বাসবরাজ বোম্মাই
সিদ্দারামাইয়া এবং বাসবরাজ বোম্মাইফাইল ছবি

কর্ণাটকের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসাবে পছন্দের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। বুধবার, এনডিটিভি (NDTV) ও লোকনীতি-সেন্টার ফর দি স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ (CSDC)-র এক ‘জনমত’ সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে।

আগামী ১০ মে, বুধবার, কর্ণাটকে মোট ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে ১৩ মে, শনিবার। তার আগে রাজ্যের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসাবে পছন্দের তালিকা তৈরি করতে যৌথ উদ্যোগে একটি জনমত সমীক্ষায় চালিয়েছে NDTV ও CSDC।

সেই সমীক্ষায় পয়লা নম্বরে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জনমত সমীক্ষা অনুযায়ী, কর্নাটকের ৪০ শতাংশ ভোটারের কাছে মুখ্যমন্ত্রী পদে পছন্দের মুখ হলেন সিদ্দারামাইয়া। আসন্ন নির্বাচনে মাইসুরু জেলার বরুণা আসনের কংগ্রেস প্রার্থী হলেন সিদ্দারামাইয়া।

অন্যদিকে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। মোট ২২ শতাংশ ভোটার মুখ্যমন্ত্রী হিসেবে বোম্মাইকে চান আবার। তিনি এবার হাভেরি জেলার শিগ্গাঁও বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির টিকিটে।

১৫ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। রামনগরম জেলার চন্নাপটনা কেন্দ্র থেকে লড়ছেন এইচডি কুমারস্বামী।

জনমত সমীক্ষায় চতুর্থ স্থানে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। যদিও ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

জনমত সমীক্ষা অনুযায়ী, সিদ্দারামাইয়া বয়স্ক ভোটারদের ভোট বেশি পেয়েছেন। আবার কম বয়সী, তরুণ ভোটাররা নিজেদের পছন্দের তালিকায় বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই-কে রেখেছেন।

গত কয়েক বছর ধরেই কর্ণাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই বিষয়টিও জনমত সমীক্ষায় উঠে এসেছে। কর্নাটকের জনগণ তা নিয়েও নিজেদের ভাবনা শেয়ার করেছেন। সমীক্ষায় ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল’ হিসাবে বিজেপিকে চিহ্নিত করেছেন ৫৯ শতাংশ ভোটদাতা। আর, ৩৫ শতাংশ ভোটদাতা কংগ্রেসকে এবং ৩ শতাংশ ভোটদাতা জেডি(এস)-কে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল’ হিসাবে চিহ্নিত করেছেন।

পাশাপাশি, উন্নয়নের প্রশ্নেও বিজেপিকে পিছনে ফেলেছে কংগ্রেস। কর্ণাটকের ৪৭ শতাংশ ভোটদাতার মতে সে রাজ্যের উন্নয়নের জন্য কংগ্রেস ‘সবচেয়ে উপযুক্ত দল’। এ ক্ষেত্রে বিজেপিকে ৩৭ শতাংশ এবং জেডি(এস)-কে ১৫ শতাংশ ভোটাদাতা বেছে নিয়েছেন।

সিদ্দারামাইয়া এবং বাসবরাজ বোম্মাই
Karnataka Polls: কর্ণাটক নির্বাচন – এই প্রথম কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে কোটিপতি প্রার্থীরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in