ব্যর্থ হল কৌশল - দুই আসনেই বিপুল ব্যবধানে হার বিজেপি সরকারের মন্ত্রী ভি সোমান্নার

সিদ্দারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আগাম সতর্কতা হিসেবে আরও একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বোম্মাই সরকারের আবাসন মন্ত্রী ভি সোমান্না। কিন্তু দুই আসনেই পরাজিত হয়েছেন তিনি।
ভি সোমান্না
ভি সোমান্নাছবি সংগৃহীত

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আগাম সতর্কতা হিসেবে আরও একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির ভি সোমান্না, যিনি বোম্মাই সরকারের আবাসন মন্ত্রী ছিলেন। কিন্তু দুই আসনেই পরাজিত হয়েছেন তিনি। বিজেপির কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলা যায়।

বরুণা কেন্দ্র থেকে লড়ছিলেন সিদ্দারামাইয়া। এই কেন্দ্রে তাঁর কাছে ৪৬ হাজার ৬ ভোটে পরাজিত হয়েছেন ভি সোমান্না।

নির্বাচন কমিশনের শেষ তথ্যানুসারে, সিদ্দারামাইয়া পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৪৩০ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র ভি সোমান্না পেয়েছেন ৭৩ হাজার ৪২৪ ভোট।

এই কেন্দ্রে অন্যান্য প্রার্থীদের মধ্যে JD(S) প্রার্থী ডঃ ভারতী শঙ্কর পেয়েছেন মাত্র ১ হাজার ৩৪ টি ভোট। BSP প্রার্থী এম কৃষ্ণমূর্তি প্রয়েছেন ১ হাজার ৭৫ টি ভোট। AAP প্রার্থী রাজেশ পেয়েছেন মাত্র ৫৬৩ টি ভোট। এই সকল প্রার্থীরই জামানত জব্দ হয়েছে।

এছাড়াও চামরাজানগর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ভি সোমান্না। এই কেন্দ্রেও জয়ী হয়েছে কংগ্রেস। নির্বাচন কমিশনের শেষ তথ্যানুসারে, কংগ্রেসের পুত্ররাঙ্গা সেট্টি ভোট পেয়েছেন ৮৩,৮৫৮ টি (৪৮.৪৬ %)। ভি সোমান্না পেয়েছেন ৭৫,৭৫৩ টি ভোট(৪৪.১%)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in