
সংবাদপত্রের বিজ্ঞাপনে কংগ্রেসকে ‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল’ হিসাবে দাবি করেছে বিজেপি। এই কারণে বিজেপিকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটক নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিজ্ঞাপনের দাবির স্বপক্ষে প্রমাণ চেয়ে ‘সঠিক এবং সনাক্তযোগ্য তথ্য’ জমা দিতে বলা হয়েছে বিজেপিকে। আজ, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এই তথ্য দিতে হবে বাসবরাজ বোম্বাইদের।
সম্প্রতি, বিজেপির বিরুদ্ধে ‘দুর্নীতির রেট কার্ড' প্রকাশ করেছে কংগ্রেস। বোম্মাই সরকারকে ৪০ শতাংশ কমিশনের সরকার বলে বিঁধেছে ডিকে শিবকুমারের দল। আর, তা নিয়ে বিজেপির তরফে অভিযোগ ওঠায়, কংগ্রেসকে নোটিশ পাঠায় কমিশন। রেট কার্ডের মাধ্যমে যে দুর্নীতির কথা প্রচার করা হচ্ছে, তার প্রমাণ দেওয়ার জন্য কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে কমিশন।
আর, সেই রেশ না কাটতেই, এবার কংগ্রেসের পাল্টা অভিযোগের ভিত্তিতে বিজেপির কাছ থেকে বিজ্ঞাপনের প্রামানিক তথ্য চেয়ে পাঠিয়েছে কমিশন।
একইসঙ্গে নোটিশে কমিশন জানিয়েছে, যদি কোনও প্রমাণ সরবরাহ না করা হয়, তাহলে কেন বিধিবদ্ধ আচরণ বিধি ও জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে প্রাসঙ্গিক আইনি বিধান লঙ্ঘনের জন্য তার ব্যবস্থা নেওয়া হবে না সেই কারণও তুলে ধরতে হবে বিজেপিকে।
প্রসঙ্গত, আগামী ১০ মে- কর্নাটকে বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা- আগামী ১৩ মে। এই নির্বাচনে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি। অন্যদিকে, ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন