Karnataka: বিজেপি'র হার মেনে নিলেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

তিনি বলেন, ‘আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারিনি। পূর্ণাঙ্গ ফল এলেই আমরা খতিয়ে দেখব যে, কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’
বাসবরাজ বোম্মাই
বাসবরাজ বোম্মাই ফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপি (BJP)-র হার কার্যত মেনে নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। শনিবার, নির্বাচনী ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে কংগ্রেসের এগিয়ে যাওয়ার ফলে নিজেদের হার স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা বোম্মাই।   

তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারিনি। পূর্ণাঙ্গ ফল এলেই আমরা খতিয়ে দেখব যে, কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পরাজয় স্বীকার করে নিয়ে বাসবরাজ বোম্মাই বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীরা অনেক চেষ্টা করেছেন, তা সত্ত্বেও কোনও ছাপ ফেলতে পারিনি।’

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্ণাটকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে৷ বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট, জেডিএস পেয়েছে ১২.৯৭ শতাংশ ভোট৷ 

বাসবরাজ বোম্মাই
Karnataka: জয়ের আভাস মিলতেই নয়া পদক্ষেপ, MLA-দের তামিলনাড়ুতে সরানোর পরিকল্পনা কংগ্রেসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in