
বিজেপি (BJP)-র হার কার্যত মেনে নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। শনিবার, নির্বাচনী ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে কংগ্রেসের এগিয়ে যাওয়ার ফলে নিজেদের হার স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা বোম্মাই।
তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারিনি। পূর্ণাঙ্গ ফল এলেই আমরা খতিয়ে দেখব যে, কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পরাজয় স্বীকার করে নিয়ে বাসবরাজ বোম্মাই বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীরা অনেক চেষ্টা করেছেন, তা সত্ত্বেও কোনও ছাপ ফেলতে পারিনি।’
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্ণাটকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে৷ বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট, জেডিএস পেয়েছে ১২.৯৭ শতাংশ ভোট৷
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন