Karnataka: জয়ের আভাস মিলতেই নয়া পদক্ষেপ, MLA-দের তামিলনাড়ুতে সরানোর পরিকল্পনা কংগ্রেসের

শেষ আপডেট অনুসারে ১৩০ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর, কর্ণাটকে দলের এই ভালো পারফরম্যান্সের জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে কৃতিত্ব দিয়েছে কংগ্রেস।
Karnataka: জয়ের আভাস মিলতেই নয়া পদক্ষেপ, MLA-দের তামিলনাড়ুতে সরানোর পরিকল্পনা কংগ্রেসের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কর্ণাটকের ভোট গণনায় ম্যাজিক ফিগার ছুঁয়েছে কংগ্রেস। আর, জয়ের এই আশ্বাস মিলতেই নয়া পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেস।

দলীয় সূত্রে খবর, কর্ণাটকে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। এ বিষয়ে নিশ্চিত হলেও, বিজেপি যে ‘অপারেশন লোটাস’ অভিযান বা অন্য দলের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না দল।

তাই, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, নির্বাচিত কংগ্রেস বিধায়কদের তামিলনাড়ুতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এজন্য ইতিমধ্যে তামিলনাড়ুর ক্ষমতাশীন ডিএমকে-এর নেতৃত্বের সাথে যোগাযোগ চলছে।

এর আগে, কর্ণাটকে দলের এগিয়ে থাকা বিধায়কদের শনিবার সন্ধার মধ্যে বেঙ্গালুরুতে চলে আসার নির্দেশ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি-র যাতে দলের জয়ী বিধায়কদের দিকে কোনওভাবে হাত না বাড়াতে পারে তাই এই সতর্কতা নিয়েছে কংগ্রেসের। 

আগে, জানা গিয়েছিল নির্বাচিত কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে। তবে, কর্ণাটকের মধ্যেই বিধায়কদের রাখতে চাইছে না ডি. কে. শিবকুমারের দল।

এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন, ‘কংগ্রেস ১২০ টিরও বেশি আসন নিয়ে জিতবে।’ তিনি জানান, ‘এই নির্বাচনে দুর্নীতি ছিল মূল ইস্যু। আর, তা থেকে বাঁচতে মানুষ পরিবর্তন চেয়েছে।’

শেষ আপডেট অনুসারে ১৩০ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর, কর্ণাটকে দলের এই ভালো পারফরম্যান্সের জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে কৃতিত্ব দিয়েছে কংগ্রেস। এনিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে রাহুল গান্ধীর দল।

বেশ কয়েকজন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে ট্যাগ করে লিখেছেন, এটি মানুষকে "উৎসাহপূর্ণ" করেছে এবং বর্তমান বিজেপিকে বিপাকে ফেলেছে।

এদিকে, কর্ণাটকে কংগ্রেসের জয় যত নিশ্চিত হচ্ছে, মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যথিন্দ্র সিদ্দারামিয়া দাবি করেছেন, কর্ণাটকের স্বার্থে তাঁর বাবাকেই ফের মুখ্যমন্ত্রী করা উচিত।

সংবাদ সংস্থা এএনআই (ANI)কে যথিন্দ্র সিদ্দারামাইয়া বলেন, 'বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে যা কিছু করা সম্ভব, তা করব আমরা।... কর্ণাটকের স্বার্থে, আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত।'

Karnataka: জয়ের আভাস মিলতেই নয়া পদক্ষেপ, MLA-দের তামিলনাড়ুতে সরানোর পরিকল্পনা কংগ্রেসের
Karnataka Polls: কর্ণাটকে প্রাথমিক গণনায় অনেক এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in