Lok Sabha Polls 24: লোকসভার আগে ফের ভাঙলো কংগ্রেস - মধ্যপ্রদেশে কমলনাথ ঘনিষ্ঠের বিজেপিতে যোগ

People's Reporter: জাফর ছাড়াও, মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনীষা দুবে, দলের আরও কিছু নেতা এবং বিএসপি-র রাজ্য ইনচার্জ রামশাখা ভার্মাও এদিন বিজেপিতে যোগদান করেন।
কমল নাথ
কমল নাথফাইল ছবি সংগৃহীত
Published on

আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে আরও একবার মধ্যপ্রদেশ কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো বিজেপি। এবার বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত তথা কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র সৈয়দ জাফর। এছাড়াও এদিন বহুজন সমাজ পার্টির রাজ্য ইনচার্জও বিজেপিতে যোগদান করেন।

জাফর ছাড়াও, মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনীষা দুবে, দলের আরও কিছু নেতা এবং বিএসপি-র রাজ্য ইনচার্জ রামশাখা ভার্মাও এদিন বিজেপিতে যোগদান করেন। সোমবার ভোপালে মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং দলের রাজ্য প্রধান ভিডি শর্মার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তারা। ছিন্দওয়ারার বাসিন্দা সৈয়দ জাফর মধ্যপ্রদেশের রাজনীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

সৈয়দ জাফরের এক্স হ্যান্ডেল অনুসারে, তিনি বর্তমানে মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। তবে রাজ্য কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কে কে মিশ্র জানিয়েছেন, জাফর বর্তমানে দলের কোনো পদে দায়িত্বে ছিলেন না।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জল্পনা শুরু হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ বিজেপিতে যোগদান করবেন। যদিও এই খবরকে ‘সংবাদ মাধ্যমের প্রচার’ বলে জানিয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ।

অন্যদিকে, চলতি মাসের মাসের শুরুতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি, ধার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ গজেন্দ্র সিং রাজুখেদি এবং আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা।

কমল নাথ
Lok Sabha Polls 24: আচমকাই তেলেঙ্গানার রাজ্যপাল পদ থেকে ইস্তফা সুন্দরারাজনের, লড়বেন বিজেপির টিকিটে!
কমল নাথ
Lok Sabha Polls 24: রাজার প্রাণভোমরা ইভিএম-এ, ‘ন্যায় যাত্রা’র শেষ সমাবেশে মোদীকে কটাক্ষ রাহুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in