Lok Sabha Polls 24: তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো! অধীরের 'বিকৃত' ভিডিও ভাইরাল

People's Reporter:মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওটি বিকৃত করা হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এর পিছনে বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্র আছে বলেও সুর চড়িয়েছে হাত শিবির।
অধীর রঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরীফাইল ছবি - সংগৃহীত

সম্প্রতি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি সাধারণ ভোটারদের তৃণমূলের পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওটি বিকৃত করা হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। ভাইরাল ভিডিও-র পিছনে বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্র আছে বলেও সুর চড়িয়েছে হাত শিবির। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

বহরমপুরে নির্বাচনের আগে এই বিতর্কিত ভিডিও নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন সেখানের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ৮ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, 'অধীর চৌধুরী জানেন মমতা ব্যানার্জির তৃণমূলের শাসনে বাংলায় কেমন খারাপ পরিবেশ রয়েছে। তাই রাজ্যের ভালোর জন্য তিনি প্রার্থনা করেছেন'।

তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ভিডিও নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

ওই ভিডিওতে অধীর চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে, "তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দিন আপনারা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।" 

BOOM-এর তরফ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে। জানা গেছে এটি ৩০ এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের নির্বাচনী জনসভার একটি ভিডিও। Indian National Congres- West Bengal-এর অফিসিয়াল ফেসবুক পেজে সভার লাইভ স্ট্রিম করা হয়েছিল। সেই ভিডিও দেখে জানা গেছে, অধীর চৌধুরী মোর্তাজা হোসেনের হয়ে ভোট চেয়েছিলেন। তিনি বলেছিলেন, "এবার ৪০০ পার - এখন আর মোদির সেই বাতেলা নেই। সমীক্ষা বলছে, এই মুহূর্তে মোদির হাত থেকে ১০০ আসন বেরিয়ে গেছে। আরও সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না। কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না জেতে ভারতে ধর্মের ওপর আঘাত হবে। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দিন আপনারা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বক্ষণের সারাবছরের সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবেন। আপনারা তাই বকুলকে সমর্থন করুন। শীত, গ্রীষ্ণ, বর্ষা...বকুল হবে আপনাদের ভরসা। বকুলকে ভরসা করে, তাঁকে সমর্থন করুন। তাঁকে দোয়া দিন, আশীর্বাদ করুন। এখানকার গুরুজনদের কাছে এই আবেদন করছি।"

অর্থাৎ সমগ্র ভিডিও থেকে মাত্র ৮ সেকেন্ডের একটি ক্লিপ নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে অধীর চৌধুরীর নামে।

পশ্চিমবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছে এটি ভুয়ো ভিডিও বলে। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, 'অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়েছে। যেটা সম্ভবত বিজেপি অথবা তৃণমূলের আইটি সেল থেকে করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে অধীর চৌধুরী নাকি বলছেন ভোটারদেরকে তৃণমূলের পরিবর্তে বিজেপিকে ভোট দিতে। এই ভিডিও ভাইরাল করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে'।

কংগ্রেসের তরফ থেকে আরও বলা হয়, 'অধীর রঞ্জন চৌধুরী মোর্তাজা হোসেন (বকুল)-র সমর্থনে বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, তৃণমূল আর বিজেপি কাউকেই ভোট দেবেন না। কারণ দুই দলই এক মুদ্রার বিপরীত দিক। ভোট দিন বকুলকে। যিনি আপনাদের পাশে সর্বদা থাকবেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিকৃত করা ভিডিও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কমিশনের কাছে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস।'

পাশাপাশি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, অভিজ্ঞ ও পারদর্শী ব্যক্তিদের সাহায্য নেওয়া হচ্ছে। ভিডিওটি কোথা থেকে প্রথম ভাইরাল করা হয় সেবিষয়ে জানার চেষ্টা করছি। কারণ নির্বাচন জেতার জন্য এই ধরণের নোংরা রাজনীতিতে কংগ্রেস বিশ্বাসী নয়।

অধীর রঞ্জন চৌধুরী
Lok Sabha Polls 24: ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপির ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের
অধীর রঞ্জন চৌধুরী
'ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো?', সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে সন্দেহ মমতার, কমিশনে অভিযোগ TMC-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in