Uddhav Thackeray: মোদী তৃতীয়বার ক্ষমতায় এলেই NDA-তে ফিরবে উদ্ধব? বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের বিধায়কের

People's Reporter: রবি রানার দাবি, মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে, আগামী ২০ জুনের মধ্যে ফের এনডিএ শিবিরে ফিরবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
উদ্ধব ঠাকরে এবং নরেন্দ্র মোদী
উদ্ধব ঠাকরে এবং নরেন্দ্র মোদী ছবি - সংগৃহীত

শেষ হয়েছে সাত দফার ভোট গ্রহণ পর্ব। এবার অপেক্ষা ফলাফলের। কে বসতে চলেছে দিল্লির মসনদে? রাত পোহালেই পরিষ্কার হয়ে যাবে তা। আর এই আবহেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রের নির্দল বিধায়ক রবি রানা। তাঁর দাবি, মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে, আগামী ২০ জুনের মধ্যে ফের এনডিএ শিবিরে ফিরবেন উদ্ধব ঠাকরে।

রবি রানার স্ত্রী নবনীত রানা বিদায়ী সংসাদ তথা অমরাবতীর বিজেপি প্রার্থী। সোমবার এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন রবি রানা। তিনি জানান, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মোদীজি ফের প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিনের মধ্যেই, উদ্ধব ঠাকরেকে মোদী সরকারে এবং মোদীজির সঙ্গে দেখা যাবে। উদ্ধব ঠাকরে জানেন আগামী সময়টা মোদীজিরই।“

তিনি আরও জানান, “নরেন্দ্র মোদীজিই বালাসাহেব ঠাকরের চিন্তা-ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিরোধী এমভিএ নেতাদের সঙ্গে রক্তচাপের ওষুধ এবং ডাক্তারদের রাখা উচিত। তাঁরা ৪ জুন অসুস্থ হয়ে পড়বেন।”

বিজেপির দীর্ঘদিনের জোট সঙ্গী ছিলেন উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী। ২০১৯ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হবে, সেই নিয়ে বিবাদের জেরে বিজেপির সঙ্গ ছাড়েন উদ্ধব। এরপর কংগ্রেস এবং এনসিপির সঙ্গে মহা বিকাশ আগাড়ি নামে নতুন জোট গঠন করে সরকার গড়ে শিবসেনা। যদিও পরবর্তীতে শিবসেনা ভেঙে যায়। একাধিক বিধায়ক নিয়ে বেরিয়ে যান একনাথ শিন্ডে।

বর্তমানে একনাথ শিন্ডের গোষ্ঠী যোগ দিয়েছে বিজেপি শিবিরের সঙ্গেই। রাজ্যে ক্ষমতাতেও তারাই রয়েছে। অন্যদিকে, চলতি লোকসভাতে ইন্ডিয়া জোটের শরিক হয়েছে উদ্ধব ঠাকরের সেনা। প্রচারে লাগাতার প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে আক্রমণ করেছেন উদ্ধব। এমনকি, অতীতে মোদীর জন্য সমর্থন ও ভোট চাওয়ার জন্য মহারাষ্ট্রের ভোটারদের কাছে ‘ক্ষমাও চেয়েছেন’ তিনি। আর এই আবহেই এবার উদ্ধব ঠাকরের ফের বিজেপি শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি করেছেন মহারাষ্ট্রের বিধায়ক রবি রানা।

যদিও এই দাবি সরাসরি অস্বীকার করলেন উদ্ধব ঠাকরের ডান হাত হিসাবে পরিচিত শিব সেনা (উদ্ধব) সাংসদ, সঞ্জয় রাউত। রবি রানার করা দাবি নিয়ে কিছুটা উপহাসও করেছেন সঞ্জয়। তিনি বলেন, “উদ্ধব ঠাকরে ২৫ বছর ধরে শিবসেনার নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের পর তিনিই দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রবি রানার মতো ব্যক্তির উদ্ধব ঠাকরেকে নিয়ে কথা বলার দরকার নেই।“

অন্যদিকে, রবি রানার এই দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। তিনি জানিয়েছেন, “রবি রানা যা বলেছেন তা ভবিষ্যতে সত্য হতে পারে। উদ্ধব ঠাকরে অনেক দিন ধরে বিজেপির সাথে ছিলেন। রাজনীতিতে যে কোনো কিছুই সম্ভব। যদি উদ্ধব ঠাকরে আসেন, তাঁকে স্বাগত জানানো হবে।“

অন্যদিকে, নরেন্দ্র মোদীও রাজ্যে ভোট প্রচারে এসে প্রকাশ্যে উদ্ধব ঠাকরেকে এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নকল এনসিপি এবং নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চাইছে। এইভাবে মরার বদলে আপনারা অজিত পওয়ার এবং একনাথ শিন্ডের কাছে ফিরে আসুন।”

আলাদাভাবে বার্তা দিয়েছিলেন উদ্ধব ঠাকরেকে। বলেছিলেন, “আমার প্রতি বালাসাহেব ঠাকরের ভালবাসা এবং স্নেহ ছিল। তাই, আমি যে কোনও সময় উদ্ধব ঠাকরেকে সাহায্য করতে প্রস্তুত।”

উদ্ধব ঠাকরে এবং নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: রবি থেকে সোম - কমিশনের হিসেবে পশ্চিমবঙ্গে ভোটদানের হার বাড়লো ৩ শতাংশ
উদ্ধব ঠাকরে এবং নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: এনডিএ এই ভোটে হারবে, জয়ী হবে ইন্ডিয়া মঞ্চ - দাবি তেজস্বীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in