I-N-D-I-A: মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে ইন্ডিয়া মঞ্চে যোগ দেবে BSP - দাবি সাংসদের

People's Reporter: নাগর আরও দাবি করেন, মায়াবতীই এই মুহূর্তে দেশের দলিতদের সবথেকে বড়ো নেত্রী। যার পেছনে দেশজোড়া দলিতের সমর্থন আছে। এই দাবির পাশাপাশি কংগ্রেসকে ক্ষমা চাইবার দাবিও করেছেন নাগর।
BSP সুপ্রিমো মায়াবতী
BSP সুপ্রিমো মায়াবতীফাইল ছবি সংগৃহীত

বহুজন সমাজ পার্টির নেত্রী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীকে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে দল ইন্ডিয়া মঞ্চে যোগদানের বিষয়টি ভেবে দেখতে পারে। বিজনৌরের বিএসপি সাংসদ মালুক নগর একথা জানিয়েছেন।

বিএসপি সাংসদ গতকাল সাংবাদিকদের জানান, বিরোধীদের জয়ের অঙ্ক খুবই সহজ। ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪১.৩ শতাংশ ভোট। অন্যদিকে ইন্ডিয়া মঞ্চের দলগুলি পেয়েছিল ৪০ শতাংশ ভোট। বিএসপি এককভাবে লড়াই করে পেয়েছিল ১৩ শতাংশ ভোট। যদি বিএসপি এই মঞ্চে যোগ দেয় তাহলে বিরোধীদের ভোট ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে সহজেই বিজেপি পরাস্ত হবে। এছাড়াও মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে সমস্ত দলিত ভোট ইন্ডিয়া মঞ্চের দিকে আসবে। যা বিজেপিকে পরাস্ত করতে সহায়তা করবে।

নাগর আরও দাবি করেন, মায়াবতীই এই মুহূর্তে দেশের দলিতদের সবথেকে বড়ো নেত্রী। যার পেছনে দেশজোড়া দলিতের সমর্থন আছে। এই দাবির পাশাপাশি কংগ্রেসকে ক্ষমা চাইবার দাবিও করেছেন নাগর। কারণ ২০১৮ সালে মধ্যপ্রদেশে কংগ্রেস বিএসপি বিধায়কদের দলবদল করিয়ে কংগ্রেসে নিয়ে এসেছিল। এই ঘটনার জন্য কংগ্রেস ক্ষমা চাইলে মায়াবতী ইন্ডিয়া মঞ্চে যোগ দেবেন এবং সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ সঠিকভাবে বিজেপি বিরোধিতা করতে পারবে।

নাগরের এই দাবির আগে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, বহুজন সমাজ পার্টির ইন্ডিয়া মঞ্চে যোগ দেবার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা উচিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশে দলিতদের অবস্থা বিবেচনা করে বিএসপি নেত্রী মায়াবতীর সিদ্ধান্ত নেওয়া উচিত।

যদিও মায়াবতীকে ইন্ডিয়া মঞ্চে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছে ইন্ডিয়া মঞ্চের ওপর সঙ্গী সমাজবাদী পার্টি। গত সপ্তাহে মায়াবতী বলেন, কারোরই বহুজন সমাজ পার্টি ও অন্যান্য রাজনৈতিকই দল সম্পর্কে কোনও মন্তব্য করা উচিত নয়। এই ধরণের মন্তব্য করলে বিরোধী ঐক্য বাধাপ্রাপ্ত হয়।

BSP সুপ্রিমো মায়াবতী
'Hai Taiyaar Hum': ২৮ ডিসেম্বর নাগপুর থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার শুরু
BSP সুপ্রিমো মায়াবতী
Nitish Kumar: 'ইন্ডিয়া' মঞ্চে আমার কোনও পদের প্রয়োজন নেই - নীতিশ কুমার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in