I-N-D-I-A: পশ্চিমবঙ্গ, পাঞ্জাবে সমস্যা হলেও উত্তরপ্রদেশে কংগ্রেস সমাজবাদী পার্টির আলোচনা মসৃণভাবেই

People's Reporter: সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই।
সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব ফাইল ছবি সমাজবাদী পার্টির এক্স হ্যান্ডেলের সৌজন্যে

পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে সমস্যা সৃষ্টি হলেও উত্তরপ্রদেশে ইন্ডিয়া মঞ্চের আসন সমঝোতার আলোচনা ঠিকভাবেই চলছে। লোকসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই এবং আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিজেপি মুছে যাবে।

যদিও সমাজবাদী পার্টির অন্য এক নেতা জানিয়েছেন, ২০০৯-এর ফলাফলের ভিত্তিতে কংগ্রেস উত্তরপ্রদেশে আসন চাইছে। সেই হিসেবে কংগ্রেস প্রাথমিকভাবে ৪০ থেকে ৪৫টি আসন চেয়েছিল। যা কখনই দেওয়া সম্ভব নয়। কারণ ২০১৪ সালের পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে লড়াই দেবার ক্ষমতা রাখে একমাত্র সমাজবাদী পার্টি। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস ১০ থেকে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

রাজ্য কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তারা সেই সিদ্ধান্ত মেনে নেবেন।

সমাজবাদী পার্টিও আসন বোঝাপড়া মসৃণভাবে মিটে যাবে বলেই আশাবাদী।

এর আগে গতকাল বুধবার ইন্ডিয়া মঞ্চের এক শরিক তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল একক শক্তিতে লড়াই করবে। একইভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান জানান, রাজ্যে কংগ্রেসের সঙ্গে আপ-এর কোনও আসন সমঝোতা হবেনা।

সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব
দাঙ্গা সহ ৯টি ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের আসাম পুলিশের, তদন্তের জন্য SIT গঠন
সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারে অখিলেশ যাদব
I-N-D-I-A: অ্যাবসলিউটলি মিথ্যে, আমার সঙ্গে কোনও আলোচনাই হয়নি - মমতার কাঠগড়ায় কংগ্রেস ও ইন্ডিয়া মঞ্চ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in