হিমাচল প্রদেশে ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের

জাতীয় নির্বাচন কমিশনের দাবি, দুই রাজ্যেই ২০১৭ সালের তুলনায় ৫ গুণ বেড়েছে বাজেয়াপ্ত নগদ এবং মদের পরিমাণ।
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনেরপ্রতীকী ছবি

রাত পোহালেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই এই রাজ্য থেকে রেকর্ড পরিমাণ নগদ এবং মদ বাজেয়াপ্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। সংবাদ সংস্থা ANI-র একটি ট্যুইটে উঠে এসেছে এই সংক্রান্ত তথ্য। পাশাপাশি গুজরাট থেকেও ব্যাপক মদ ও টাকা উদ্ধার করা হয়েছে।

আগামীকাল (শনিবার) হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গুজরাটে নির্বাচন হবে আগামী ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচন সংস্থা জানিয়েছে, হিমাচল প্রদেশে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় চলতি বছর নির্বাচনের আগে বাজেয়াপ্ত নগদ, মদের পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটের আগে অর্থ এবং মদ বাজেয়াপ্ত করার এই পরিকল্পনা যথেষ্ট 'উৎসাহজনক' ফল দিয়েছে বলে মনে করছে কমিশন।

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিনের মধ্যেই গুজরাট থেকে ৭১.৮৮ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। সেই সময় বাজেয়াপ্ত নগদের পরিমাণ ছিল ২৭.২১ কোটি।

একইভাবে, হিমাচলপ্রদেশে নগদ এবং মদ বাজেয়াপ্ত করার বিষয়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে পরিমাণটা ৯.০৩ কোটি থেকে ৫ গুণ বেড়ে হয়েছে ৫০.২৮ কোটি।

ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
Gujarat Assembly Polls 22: বাংলার মতোই গুজরাটেও দলবদলুদের উপর ভরসা ২৭ বছর ক্ষমতায় থাকা বিজেপির
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
Himachal Assembly Polls 22: নির্বাচনের আগেই বড়সড় ভাঙন! কংগ্রেস ছেড়ে বিজেপিতে ২৬ নেতা-কর্মী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in