Mamata Banerjee: ২৪ ঘন্টায় বয়ান বদল! ইন্ডিয়া মঞ্চকে সমর্থন নিয়ে 'ভুল ব্যাখ্যা' - দাবি মমতার

People's Reporter: মমতা ব্যানার্জি বলেন, অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছেন। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই। কিন্তু ইন্ডিয়া যে জোট, ওটা আমি তৈরি করেছিলাম।
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ
Published on

ইন্ডিয়া মঞ্চকে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি নিজেই। যা নিয়ে বাম-কংগ্রেস একযোগে আক্রমণ করেছিল তৃণমূল সুপ্রিমোকে। এবার সেই মন্তব্যের 'ভুল ব্যাখ্যা' হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

বৃহস্পতিবার তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে জনসভা করেন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি বলেন, 'অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছেন। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই। কিন্তু ইন্ডিয়া যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোট দিয়ে আমরা সরকার তৈরি করবো। আমরা জোটে থাকবো। জোটে আছি আমরা। এখানকার সিপিআইএম-কংগ্রেস নেই।'

তিনি আরও বলেন, 'ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কারণ কংগ্রেস আর সিপিআইএম মিলে বিজেপির টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই। ভোট কেটে দিলে তৃণমূলটা একটু হারে আর আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিআইএম-কংগ্রেসকে দেবেন না'।

মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরই ফের তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বাম-কংগ্রেস। সুজন চক্রবর্তী বলেন, আমরা তো প্রথম থেকেই বলছি বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা ব্যানার্জি নেই। আর থাকলেও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। উনি আসলে জল মাপছেন। কোন দিকে পাল্লা ভারী। অধীর চৌধুরী বলেন, ওনার কথা থেকেই বোঝা যায় উনি একজন সুযোগসন্ধানী। আমি ওনাকে বিশ্বাস করি না।

প্রসঙ্গত, মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপি বলছে ৪০০ পার করবে। চার দফা নির্বাচন হয়ে গেছে। তাতে বোঝাই যাচ্ছে বিজেপি হারতে চলেছে। বাকি রয়েছে তিন দফা। সেখানেও হারবে বিজেপি। ২০০ আসনও পার করবে না ওরা। আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে সরকার গঠনে সাহায্য করব। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।

মমতা ব্যানার্জি
Mamata Banerjee: 'ইন্ডিয়া' জিতলে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল! জানালেন মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি
Lok Sabha Polls 24: তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন বিজেপির! অভিযোগ মনোনয়নে ত্রুটি আছে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in