‘উনি ঠিকই বলেছেন!’ বিরোধী জোট নিয়ে অমিত শাহের মন্তব্যকে সমর্থন মমতার

মমতা বলেন, দেশে দলিত, আদিবাসী ও সংখ্যালঘু মানুষদের উপর যেভাবে অত্যাচার করা হয় তাতে মাঝেমাঝে আমার লজ্জা লাগে।
অমিত শাহের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত শাহের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি

দিল্লির আমলাদের নিয়ন্ত্রণকারী বিল নিয়ে বিরোধী মহাজোট INDIA-এর সদস্যদের দিল্লির আপ সরকারকে সমর্থন না করতে বলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সেকেন্ড-ইন-কমান্ডকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, দিল্লিতে এবার INDIA জোটই সরকার গড়বে। বিরোধীরা দিল্লি জয় করবে, কারণ দিল্লিই দেশের রাজধানী। পাশাপাশি, অমিত শাহের একটি মন্তব্যকে সমর্থনও করেন তিনি।

বুধবার সংসদে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণকারী বিল নিয়ে অমিত শাহ বিরোধী মহাজোটের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দেন, “আমি বিরোধী জোটের সমস্ত সদস্য দলকে অনুরোধ করব, কেবলমাত্র আপনারা একই জোটে আছেন বলেই দিল্লিতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতিকে সমর্থন করবেন না। আপনারা দিল্লি নিয়ে ভাবুন, জোট নিয়ে নয়। এই জোট করে এমনিতেও কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচন জিতবেন।” এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নবান্নে সাংবাদিকদের সামনে মমতা বলেন, “আমাদের নতুন জোট। সারা দেশ জুড়েই আমাদের উপস্থিতি রয়েছে। অবশ্যই আমরা দিল্লি নিয়ে ভাবছি। উনি (অমিত শাহ) ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবে, সত্যি কথাই বলেছেন। আর INDIA জিতবে, আমরা দিল্লিও জয় করব। কারণ, দিল্লি আমাদের রাজধানী আর সেখানেই সংসদ রয়েছে।”

তৃণমূল সুপ্রিমো এদিন আরও বলেন, “ভারত আমাদের মাতৃভূমি আর আমাদের INDIA জোট সেই মাতৃভূমির জন্যই। এই জোট আমাদের মাতৃভূমিকে ধ্বংস, সাম্প্রদায়িকতা ও বেকারত্বের হাত থেকে রক্ষা করার জন্যই গঠন করা হয়েছে। এখানে NDA জোটের কোনও মূল্য নেই। ওরা (বিজেপি) দীর্ঘদিন ধরে ওদের জোট সদস্যদের নিয়ে কোনও বৈঠক করেনি। যারা আগে এই জোটের সদস্য ছিল তারা অনেকেই জোট থেকে বেরিয়ে গিয়েছে।” এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, “সন্ত্রাস তৈরি করাই ওদের ঐতিহ্য, সংবিধান নয়। দেশে দলিত, আদিবাসী ও সংখ্যালঘু মানুষদের উপর যেভাবে অত্যাচার করা হয় তাতে মাঝেমাঝে আমার লজ্জা লাগে। এমনকি সাংবাদিকদেরও জিজ্ঞেস করা হয় তারা হিন্দু না মুসলিম।”

বিজেপি বিরোধী মহাজোটের অন্যতম সদস্য তৃণমূল নেত্রী এদিন আরও জানিয়েছেন, “ওরা (বিজেপি) হিংসার রাস্তা বেছে নিয়ে সবকিছুকে গেরুয়া রঙে পরিণত করতে চায়। এমন নয় যে আমরা গেরুয়া রংকে অপছন্দ করি। কিন্তু সারা দেশে শুধু গেরুয়া রং থাকলে বাকি রংগুলো কোথায় যাবে? গেরুয়া একটি পবিত্র রং এবং এটি ঈশ্বর ও ত্যাগের প্রতীক। কিন্তু সেই রংকে ওরা অত্যাচারের প্রতীক বানাতে চাইলে মানুষ তা মেনে নেবে না।”

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in