Gujarat Election Result: ১৯ হাজার ভোটে পরাজিত আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গাধভি

২৪ রাউন্ড গণনার শেষে খাম্বালিয়া বিধানসভা কেন্দ্রে গাদভি পেয়েছেন ৫৮,৪৬৭টি ভোট, শতাংশের নিরিখে ৩১.১%।
ইসুদান গাধভি (বামে)
ইসুদান গাধভি (বামে)ফাইল চিত্র - সংগৃহীত

গুজরাট বিধানসভা নির্বাচনে প্রাক্তন টেলিভিশন সঞ্চালক তথা আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি ১৯,০০০ ভোটে পরাজিত হয়েছেন। গুজরাট বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে বিপর্যস্ত আপ। নির্বাচন পর্বে কংগ্রেসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার দাবি করলেও এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুসারে দুই অঙ্কে পৌঁছতে পারেনি আম আদমি পার্টি।

সাংবাদিক তথা রাজনীতিবিদ গাধভি দেবভূমি দ্বারকা জেলার পিপালিয়া গ্রামের স্থানীয় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। গুজরাটের খাম্বালিয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ইসুদান। বিজেপি প্রার্থী হরদাসভাই বেরার কাছে তিনি ১৯,০০০ ভোটে পরাজিত হয়েছেন।

২৪ রাউন্ড গণনার শেষে হরদাসভাই বেরা পেয়েছেন ৭৭,৩০৫ ভোট, শতাংশের নিরিখে ৪০.৯৬%। সেখানে গাধভি পেয়েছেন ৫৮,৪৬৭টি ভোট, শতাংশের নিরিখে ৩১.১%। কংগ্রেস প্রার্থী আহির বিক্রমভাই অর্জনভাই মাদাম পেয়েছেন ৪৪,৫২৬ ভোট, শতাংশের নিরিখে ২৩.৫৩%।

বিগত ২৭ বছর ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে সবচেয়ে বেশি সময় ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কংগ্রেসের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ভোটে কংগ্রেসের ভোট অনেকাংশেই গেছে আম আদমি পার্টির ঝুলিতে।

চলতি বছর গুজরাট বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় নজর ছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির দিকে। এখনও পর্যন্ত ৫টি আসনে এগিয়ে রয়েছে AAP। দু'দফায় মোট ১৮২টি আসনে ভোট হয়েছে গুজরাটে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গুজরাটে এই প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ৫টি আসনে এগিয়ে রয়েছে AAP। যা রাজ্যের বিজেপি-কংগ্রেস বাইনারিতে পরিবর্তন আনতে পারে। তাঁদের অনুমান, কংগ্রেসের বিকল্প হিসেবে গুজরাটে বিজেপির সামনে আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের উপস্থাপন করবে AAP। দলের নেতাদের কথায়, এই নির্বাচনের মাধ্যমে জাতীয় দল হিসেবে নতুন যাত্রার সূচনা করবে আম আদমি পার্টি।

ইসুদান গাধভি (বামে)
Himachal Election Result: এগিয়ে থেকেও আশঙ্কায় কংগ্রেস! প্রার্থীদের অন্যত্র সরানোর সিদ্ধান্ত
ইসুদান গাধভি (বামে)
Poll Results: গুজরাটে গেরুয়া ঝড়, হিমাচলে এগিয়ে কংগ্রেস, ৫ রাজ্যের উপনির্বাচনে পিছিয়ে বিজেপি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in