Gourav Vallabh: কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ

People's Reporter: কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দলের বিরুদ্ধে হিন্দু-বিরোধীর অভিযোগ তোলেন গৌরব। তিনি লেখেন, “আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না।
বিজেপির সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা গৌরব বল্লভ
বিজেপির সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা গৌরব বল্লভছবি বিজেপি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট

কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ। বৃহস্পতিবার সকালেই দু’পাতার চিঠি লিখে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন দলের মুখপাত্র বল্লভ।

কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে এদিন এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) গৌরব লেখেন, “কংগ্রেস দল আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”

কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দলের বিরুদ্ধে হিন্দু-বিরোধীর অভিযোগ তোলেন গৌরব। তিনি লেখেন, “আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। সকাল-সন্ধ্যা দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।“

নিজের ইস্তফাপত্রে গৌরব লেখেন, কংগ্রেস দলের মূল নীতি যা ছিল এখন তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে। কংগ্রেস ভুল পথে যাচ্ছে, একথা উল্লেখ করে গৌরব লেখেন, "আজকাল দল ভুল পথে এগোচ্ছে। একদিকে, আমরা বর্ণভিত্তিক আদমশুমারির কথা বলছি, অন্যদিকে, দলটি সমগ্র হিন্দু সমাজের বিরোধিতা করছে বলে মনে হচ্ছে। এই কাজ করার ধরনটি জনগণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দেয়। এটি কংগ্রেসের মূল নীতির বিরুদ্ধে।“

২০১৯-এ ঝাড়খন্ডের জামশেদপুর পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গৌরব বল্লভ। যে কেন্দ্রে তিনি তৃতীয় হয়েছিলেন। এরপর ২০২৩-এ রাজস্থান বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন।

আগামী ১৯ এপ্রিল থেকে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। শেষ দফার ভোট হবে ১ জুন এবং ৪ জুন ভোট গণনা করা হবে।

বিজেপির সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা গৌরব বল্লভ
Gourav Vallabh: ভোটের মুখে দলের সমস্ত পদ থেকে ইস্তফা কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভের
বিজেপির সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা গৌরব বল্লভ
Lok Sabha Polls 24: বিহারে চিরাগের উপর ক্ষোভ উগরে দল ছাড়লেন ২২ নেতা, ‘ইন্ডিয়া’ মঞ্চকে সমর্থনের ঘোষণা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in