
দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব সামলেছেন। এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ব্যান্ড অ্যাম্বাসাডর করেছে নির্বাচন কমিশন। শুক্রবার একথা জানিয়েছে ঝাড়খণ্ড রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার।
শুক্রবার রাঁচিতে সাংবাদিক সম্মেলনে কে রবিকুমার জানিয়েছেন, “ভোটের কাজে মহেন্দ্র সিং ধোনি তাঁর ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন নির্বাচন কমিশনকে। ভোটদানের জন্য মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য তিনি কাজ করবেন। ভবিষ্যতে এই প্রচারমূলক কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।“ যুবসমাজের মধ্যে ধোনির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাতে নতুন প্রজন্ম আরও বেশি করে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর গণনা। প্রথম দফায় ভোট হবে ৪৩টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ।
ইতিমধ্যেই নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক-বিরোধী দুই জোটই। ২৩ অক্টোবর শাসক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর আগে ১৯ অক্টোবর ৬৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।
আসন্ন নির্বাচনে বিজেপি জোট করে লড়তে চলেছে। তাদের জোটসঙ্গীরা হল - অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি)। বিজেপি ৬৮ টি আসনে, এজেএসইউ ১০ টি আসনে, জনতা দল (ইউনাইটেড) দুটি আসনে এবং এলজেপি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অন্যদিকে, শাসক জোট 'ইন্ডিয়া'-তে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং বামেরা। ইন্ডিয়া জোটের আসনরফা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন