Electoral Bonds: আদালতের নির্দেশ মেনে ইলেক্টোরাল বন্ডের তথ্য ওয়েবসাইটে আপলোড করলো নির্বাচন কমিশন

People's Reporter: ওয়েবসাইটে দু'দফায় তথ্য আপলোড করা হয়েছে। একদফায় আছে ইলেক্টোরাল বন্ড কেনা সংক্রান্ত তথ্য। যেখানে কোন তারিখে কে ওই ইলেক্টোরাল বন্ড কিনেছে এবং কত টাকার বন্ড কেনা হয়েছে তার উল্লেখ আছে।
ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করলো নির্বাচন কমিশন
ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করলো নির্বাচন কমিশনগ্রাফিক্স - নিজস্ব
Published on

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের একদিন আগেই ওয়েবসাইটে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করলো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শুক্রবার ১৫ মার্চের মধ্যে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এদিন কমিশনের ওয়েবসাইটে দুই দফায় তথ্য আপলোড করা হয়েছে। যার মধ্যে একদফায় আছে ইলেক্টোরাল বন্ড কেনা সংক্রান্ত তথ্য। যেখানে কোন তারিখে কে ওই ইলেক্টোরাল বন্ড কিনেছে এবং কত টাকার বন্ড কেনা হয়েছে তার উল্লেখ আছে।

দ্বিতীয় দফায় কোন কোন রাজনৈতিক দল কোন তারিখে কত টাকার ইলেক্টোরাল বন্ড ভাঙিয়েছে সেই সংক্রান্ত তথ্য আছে। উল্লেখযোগ্যভাবে কোন ব্যক্তি বা সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকার বন্ড দিয়েছেন সেই সম্পর্কিত কোনও যোগসূত্র এখানে দেখানো হয়নি।

গত ১৫ ফেব্রুয়ারি ইলেক্টোরাল বন্ডকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে ওই বন্ড বন্ধ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দেয় ৬ মার্চের মধ্যে ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এবং ১৩ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

যদিও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে কোনও তথ্য জমা দেয়নি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্টে শীর্ষ আদালতের কাছে আবেদন করে ৩০ জুন পর্যন্ত সময় চায়। গত ১১ মার্চ সেই মামলার শুনানির পর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আবেদন খারিজ করে দেয় এবং ১২ মার্চ কাজের সময়ের মধ্যে কমিশনের কাছে সমস্ত তথ্য জমা দেবার নির্দেশ দেয়। এরপরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত তথ্য জমা দেয় নির্বাচন কমিশনের কাছে।  

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in