Lok Sabha Polls 24: ঘৃণা মন্তব্যের অভিযোগে তেজস্বী সূর্য এবং সিটি রবির বিরুদ্ধে মামলা দায়ের কমিশনের

People's Reporter: উল্লেখ্য, সিটি রবি আসন্ন লোকসভা নির্বাচনে কর্ণাটকের চিককামাগালুরু-উদুপি আসনের বিজেপি প্রার্থী।
সিটি রবি (বাঁদিক) এবং তেজস্বী সূর্য (ডানদিক)
সিটি রবি (বাঁদিক) এবং তেজস্বী সূর্য (ডানদিক) ছবি, সংগৃহীত

লোকসভা ভোটের আগে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং কর্ণাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী সিটি রবির বিরুদ্ধে মামলা দায়ের করল নির্বাচন কমিশন। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। উল্লেখ্য, সিটি রবি আসন্ন লোকসভা নির্বাচনে কর্ণাটকের চিককামাগালুরু-উদুপি আসনের বিজেপি প্রার্থী।

গত ১৮ মার্চ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। ভিডিওটি শেয়ার করে সূর্য লেখে, “এক হিন্দু দোকানদার তাঁর নিজের দোকানে হনুমান চল্লিশা শুনছিলেন, কিন্তু তাঁকে বলা হয়েছিল আজানের সময় এটা করা যাবে না। কয়েকদিন আগে যারা ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করেছিল তাদের জামিন দেওয়া হল। জিহাদিরা এমন রাজনৈতিক সমর্থন পাওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে। মুখ্যমন্ত্রীকে ভুল নজির স্থাপন বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে দুর্বৃত্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাজ্যকে জানানোর আবেদন জানাচ্ছি আমি।“

অন্যদিকে, প্রাক্তন বিজেপি মন্ত্রী সিটি রবি সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর একটি বক্তৃতা পোষ্ট করে লিখেছিলেন, "মহাসাগরের গভীরতা পরিমাপ করা যায়, কিন্তু হিন্দু এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে রাহুল গান্ধীর ঘৃণা কখনই নির্ণয় করা যায় না।" ওই ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, "হিন্দু ধর্মে শক্তি বলে একটা শব্দ আছে, আমাদের লড়াই শক্তির বিরুদ্ধে।"

এই বিদ্বষমূলক মন্তব্যের পর বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৫৩(a), ২৯৫(a), ১২৩(3a) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সিটি রবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৫৩(a), ১২৬ ধারায় মামলা রজু হয়েছে।

এফআইআর দায়েরের পর প্রতিক্রিয়া দিয়ে রবি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “একজন সনাতনী হিসাবে, আমি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর করা দায়িত্বজ্ঞানহীন এবং সংবেদনশীল মন্তব্যের জবাব দিয়েছি। সনাতন ধর্মের মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর বিশদ বিবরণ শেয়ার করতে পারলে আমি খুবই কৃতজ্ঞ।"

সিটি রবি (বাঁদিক) এবং তেজস্বী সূর্য (ডানদিক)
Lok Sabha Polls 24: হোয়াটস অ্যাপে মোদী সরকারের 'বিকশিত ভারত' মেসেজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন
সিটি রবি (বাঁদিক) এবং তেজস্বী সূর্য (ডানদিক)
Congress: একদিনে দেশের চার প্রান্তের চার হেভিওয়েট নেতার কংগ্রেসে যোগদান, অনেকটাই ভরসা পেল ‘হাত’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in