Assembly Polls 23: ৫ রাজ্যে ভোটের আগে বাজেয়াপ্ত ১৭৬০ কোটি টাকার সম্পদ, ২০১৮-র তুলনায় ৭ গুণ বেশি

People's Reporter: কমিশন আরও জানিয়েছে যে, গুজরাট, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা এবং কর্ণাটকে অনুষ্ঠিত বিগত ছয়টি বিধানসভা নির্বাচনে ১,৪০০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল।
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনেরপ্রতীকী ছবি

যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব চলছে সেই পাঁচ রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ১,৭৬০ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে। যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বাজেয়াপ্ত করা ২৩৯ কোটি টাকার থেকে সাত গুণ বেশি। যে পাঁচ রাজ্যে নির্বাচন পর্ব চলছে সেই পাঁচ রাজ্য হল মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরাম। যার মধ্যে রাজস্থান এবং তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।

কমিশন জানিয়েছে যে অবিরাম প্রচেষ্টার ফলে পাঁচটি রাজ্যে বাজেয়াপ্ত অর্থের পরিমাণ বেড়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, “নির্বাচন ঘোষণার পর থেকে পাঁচটি নির্বাচনী রাজ্যে ১,৭৬০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। যা এই রাজ্যগুলির ২০১৮ বিধানসভা নির্বাচনে বাজেয়াপ্ত করা অর্থের অনুপাতে সাত গুণ (২৩৯.১৫ কোটি টাকা) বেশি।”

কমিশন আরও জানিয়েছে যে, গুজরাট, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা এবং কর্ণাটকে অনুষ্ঠিত বিগত ছয়টি বিধানসভা নির্বাচনে ১,৪০০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল। যা এই রাজ্যগুলির আগের বিধানসভা নির্বাচনের তুলনায় ১১ গুণ বেশি ছিল।

কমিশন জানিয়েছে, এবার এটি নির্বাচনী ব্যয় মনিটরিং সিস্টেম (ESMS) এর মাধ্যমে নিরীক্ষণ প্রক্রিয়াতেও জোর দেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, ছত্তিশগড়ে ৭৬.৯ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে রয়েছে ২০.৭৭ কোটি টাকার নগদ, ২.১৬ কোটি টাকার মদ, ৪.৫৫ কোটি টাকার ওষুধ, ২২.৭৬ কোটি টাকার মূল্যবান ধাতু, এবং ৬,৮২৬ কোটি টাকার অন্যান্য বস্তু।

মধ্যপ্রদেশে, ৩২৩.৭ কোটি টাকার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে ৩৩.৭২ কোটি টাকা নগদ, ৬৯.৮৫ কোটি টাকার মদ, ১৫.৫৩ কোটি টাকার ওষুধ, ৮৪.১ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১২০.৫৩ কোটি টাকার অন্যান্য জিনিসপত্র রয়েছে।

রাজস্থানের ক্ষেত্রে, ৯৩.১৭ কোটি টাকার নগদ, ৫১.২৯ কোটি টাকার মদ, ৯১.৭১ কোটি টাকার ওষুধ, ৭৩.৩৬ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ৩৪২.৪ কোটি টাকার অন্যান্য সামগ্রী সহ মোট ৬৫০.৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে।

তেলেঙ্গানার ক্ষেত্রে, কমিশন ২২৫.২৩ কোটি টাকা নগদ, ৮৬.৮২ কোটি টাকার মদ, ১০৩.৭৪ কোটি টাকার ওষুধ, ১৯১.০২ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ৫৪১ কোটি টাকা মূল্যের অন্যান্য বস্তু সহ ৬৫৯.২ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে।

মিজোরামে, কমিশন ৪৯.৬ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে ৪.৬৭ কোটি টাকার মদ, ২৯.৮২ কোটি টাকার ওষুধ এবং ১৫.১৬ কোটি টাকার অন্যান্য বস্তু আটক করা হয়েছে।

কমিশন জানিয়েছে, জুন এবং আগস্টের মধ্যে ভোটগ্রহণকারী রাজ্যগুলিতে সিনিয়র ডিইসি/ডিইসি-এর নেতৃত্বে অভিযানের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়।

পরবর্তীকালে, কমিশন এই রাজ্যগুলিতে পর্যালোচনার সময়, ভোটারদের প্রভাবিত করার জন্য প্রলোভন দেখানো এবং প্রয়োগকারী সংস্থাগুলির বহু-স্তরীয় পদক্ষেপগুলি পরীক্ষা করার জন্য জিরো টলারেন্স পদ্ধতির উপর জোর দিয়েছিল। যার ফলে এই রাজ্যগুলিতে বাজেয়াপ্তের পরিমাণ বেড়েছে।

কমিশন মুখ্য সচিব, ডিজিপি, আবগারি কমিশনার, ডিজি (আয়কর) এবং নির্বাচনী রাজ্য এবং তাদের নিজ নিজ প্রতিবেশী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অন্যান্য সিনিয়র অফিসারদের সাথে সমন্বয় রক্ষা করে চলছে। IRS, IC & CES, IRAS, IDAS এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি পরিষেবাগুলির ২২৮ জন অভিজ্ঞ অফিসারকে ব্যয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে।

পাঁচ রাজ্যের মোট ১৯৪ টি বিধানসভা কেন্দ্রকে ব্যয় সংবেদনশীল নির্বাচনী কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটদানকারী রাজ্যগুলিতে নিবিড় পর্যবেক্ষণের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং বাজেয়াপ্তের পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
MP Assembly polls: ভোট ঘোষণার পর থেকে মধ্যপ্রদেশে উদ্ধার ৩০০ কোটিরও বেশি মূল্যের মদ, ড্রাগস, গয়না!
ভোটের আগে রেকর্ড পরিমাণ টাকা ও মদ উদ্ধার নির্বাচন কমিশনের
৫ রাজ্যে ভোট প্রচারে ফেসবুকে নজর সব রাজনৈতিক দলের, ৭ দিনে কংগ্রেসের খরচ ২৬ লক্ষ, বিজেপির কত?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in