

বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির ‘ইন্ডিয়া’ তিনি কোনও পদ চান না। সোমবার আরও একবার স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতিশ কুমার। যদিও তিনি আরও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব প্রতিটি রাজ্যে ইন্ডিয়া মঞ্চের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করে ফেলা প্রয়োজন।
এদিন সাংবাদিকদের নীতিশ কুমার বলেন, “আমি কোনও পদ চাইনা। অন্যান্য দলের নেতৃত্ব আমার বিষয়ে বেশকিছু মন্তব্য করেছেন। কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি আমার কোনও পদের প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “আমি শুধু চাই আসন সমঝোতার বিষয়টি প্রতিটি রাজ্যে যত দ্রুত সম্ভব চূড়ান্ত করে ফেলা উচিত।
এদিন সাংবাদিকদের নীতিশ জানান, দিল্লীতে ইন্ডিয়া মঞ্চের চতুর্থ বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী লোকসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন