'কর্ণাটকের জয়কে লোকসভার সাথে গুলিয়ে ফেলবেন না', কংগ্রেসকে সতর্ক করলেন প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর মনে করিয়ে দেন, '২০১৩ সালেও কর্ণাটকে জয় পেয়েছিল কংগ্রেস ৷ তা সত্ত্বেও পরের বছর, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির কাছে হারতে হয়েছিল কংগ্রেসেকে।'
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি সংগৃহীত

'কর্ণাটকের সাফল্যকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আভাস হিসাবে না দেখার জন্য' কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

বর্তমানে বিহারে 'জন সূরজ যাত্রা' কর্মসূচি পরিচালিত করছেন প্রশান্ত কিশোর৷ তাঁর সংগঠনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে প্রশান্ত কিশোর জানান, 'এই ফলকে লোকসভা ভোটের অভ্যাস ভেবে গুলিয়ে ফেললে ভুল হবে ৷'

বিবৃতিতে প্রশান্ত কিশোর বলেন, 'কর্ণাটকে সাফল্যের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা৷ কিন্তু আমি তাদের নেতা-কর্মীদের সতর্ক করতে চাই, এই ফলকে তারা লোকসভা ভোটের আভাস বলে গুলিয়ে ফেলছেন৷'

তিনি মনে করিয়ে দেন, '২০১৩ সালেও কর্ণাটকে জয় পেয়েছিল কংগ্রেস ৷ তা সত্ত্বেও পরের বছর, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির কাছে হারতে হয়েছিল কংগ্রেসেকে।'

প্রশান্ত কিশোর বলেন, 'মনে রাখা দরকার, ২০১২ সালে উত্তর প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল সমাজবাদী পার্টি। কিন্তু, দুই বছর পরে (২০১৪) লোকসভা নির্বাচনে রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ৭৩টি আসন জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।'

তিনি জানান, '২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের মতো রাজ্যে জয়ের পরেও, ২০১৯ লোকসভা ভোটে ভালো ফল করতে পারেনি কংগ্রেস৷'

স্পষ্টতই, কর্ণাটকে কংগ্রেসের এই জয়কে লোকসভার ফলের সঙ্গে একই আসনে বসাতে নারাজ তিনি ৷ তাঁর মতে, লোকসভা ভোটের সঙ্গে কোনও রাজ্যের বিধানসভার ফল গুলিয়ে ফেলা উচিত নয়৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন এবং জগনমোহন রেড্ডির মতো বিভিন্ন নেতাদের হয়ে নির্বাচনী প্রচার পরিচালনা করেছেন ৪৫ বছর বয়সী ভোট কুশলী প্রশান্ত কিশোর। এমনকি, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি'র পক্ষেও কাজ করেছেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in