Lok Sabha Polls 24: প্রচারে শিশুদের ব্যবহার করতে পারবে না কোনও রাজনৈতিক দল, লোকসভার আগে কড়া কমিশন
আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে সোমবার একটি বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের প্রচারে কোনওভাবে শিশুদের ব্যবহার করা যাবে না। এদিন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে এই বিবৃতি দিয়েছে কমিশন।
নির্বাচন-সম্পর্কিত যে কোনও কার্যক্রম ও প্রচারণায় শিশুদের ব্যবহারের বিষয়ে জিরো-টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়ে সমস্ত রাজনৈতক দলগুলিকে এই বিবৃতি পাঠানো হয়েছে। মিছিল, পোস্টার, মিটিং, মিছিল সহ কোনও রকম রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না শিশুদের।
বিবৃতি অনুযায়ী, কোনও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। তবে একজন রাজনৈতিক নেতার কাছাকাছি বাবা-মায়ের সঙ্গে যেতে নিষেধ নেই শিশুদের। তবে যদি সেই নেতা রাজনৈতিক দলের কোনও নির্বাচনী প্রচারণামূলক কার্যকলাপে উপস্থিত থাকেন সেক্ষেত্রে তার কাছে শিশুদের নেওয়া যাবে না। শিশুদের দিয়ে পোস্টার বিলি, স্লোগান দেওয়ানো করা যাবে না।
নির্বাচন কমিশনারের বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতা বা প্রার্থীর নাম-চিহ্ন যুক্ত কোনও ব্যানারে শিশুদের ব্যবহার করা যাবে না।“
প্রত্যেক রাজনৈতিক দলকে প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে। ওই আইনে যা যা বলা আছে, কড়া ভাবে তা মেনে চলতে হবে।
এই নির্দেশ অমান্য করলে তা নির্বাচন কমিশনের নির্দেশিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। ২০১৬ সালের নির্বাচনী আইন অনুসারে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন করা হলে সেই দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন