পাটনায় বিরোধীদলগুলির বৈঠক
পাটনায় বিরোধীদলগুলির বৈঠক

‘একসঙ্গে’ থাকলেও মহাজোটের বৈঠকেও চলল আপ-কং দ্বৈরথ  

কেন্দ্রের বিজেপি সরকারকে হারাতে এখন থেকেই পরস্পরের হাত ধরছেন দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলগুলি।

আগামী বছরের লোকসভা নির্বাচনে দেশের সমস্ত বিরোধী দলগুলি একসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে লড়বে, শুক্রবার পাটনায় দেশের ১৬টি বিরোধী দলের ‘মহাজোট’-এর বৈঠকের পর এমনটাই মন্তব্য করলেন বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নিতীশ কুমার। দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে তিনি আরও জানিয়েছেন, ‘এখনও আমাদের পরিকল্পনা শেষ হয়নি। তার জন্য আগামী মাসে আমাদের হিমাচল প্রদেশের সিমলায় আরও একটি বৈঠকে বসতে হবে। তবে ছোটখাটো সমস্যা থাকলেও আমরা সবাই একসঙ্গে আছি।” উল্লেখ্য, এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন না আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন।

বছর ঘুরলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। তার আগে চলতি বছরের শেষেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই কেন্দ্রের বিজেপি সরকারকে হারাতে এখন থেকেই পরস্পরের হাত ধরছেন দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলগুলি। রাজ্য পর্যায়ে বিরোধীতা থাকলেও দেশের স্বার্থে বৃহত্তর লক্ষ্যে একই ছাদের তলায় আসছেন তারা। শুক্রবার বিহারের পাটনায় সেই উদ্দেশ্যেই জড়ো হয়েছিলেন দেশের ১৬টি বিজেপি বিরোধী দলের প্রধানরা। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কীভাবে ‘মহাজোট’-এর রুট ম্যাপ সাজানো হবে সেটাই ছিল এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠক শেষে সমস্ত দলের প্রধানরা যৌথভাবে সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, “কেন্দ্রীয় সরকার আমাদের দেশের ভীতকে আক্রমণ করেছে। তাই আমরা সমস্ত বিরোধী দল সব সমস্যা সরিয়ে রেখে কেন্দ্রের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব।”

কং নেতা রাহুলের মুখে বিরোধী ঐক্যের কথা শোনা গেলেও, সূত্রের খবর, আম আদমি পার্টির সঙ্গে তাদের মতবিরোধ এখনও চলছে। এদিনের সাংবাদিক সম্মেলনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত না থাকলেও তাঁর দলের পক্ষ থেকে ছিলেন প্রধান মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর। সূত্রে খবর, এদিনের বৈঠকে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণকারী কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে চেয়েছিল আপ। কিন্তু শতাব্দী প্রাচীন দলের তরফে এ নিয়ে কোনও সদুত্তর দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। বৈঠকে আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস যদি দিল্লির আমলাদের নিয়ন্ত্রণকারী কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে প্রকাশ্যে কোনওরকম বিরোধিতা না করে, সেক্ষেত্রে ভবিষ্যতে বিরোধী মহাজোটের আর কোনও অধিবেশনে অংশগ্রহণ করবে না আম আদমি পার্টি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in