টাকা নেই বলে টিকিট পাননি! প্রার্থী না হতে পেরে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদের

People's Reporter: হুগলির এক প্রভাবশালী লোকসভা সদস্য এবং হুগলি জেলার অন্তর্গত দুই মন্ত্রীকে টাকা না থাকার কথা জানিয়েছিলেন বলে জানান অভিমানী অপরূপা।
অপরূপা পোদ্দার
অপরূপা পোদ্দার ফাইল চিত্র

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে এবার মুখ খুললেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন, ভোটে লড়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। সেকারণে তাঁকে এবার প্রার্থী করা হয়নি।

হুগলির আরামবাগের দুবারের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল আরামবাগ থেকে প্রার্থী করেছে মিতালী বাগকে। সেই নিয়ে এতদিন পর এবার মুখ খুললেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। এক সংবাদ মাধ্যমে তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে জানান, তাঁর কাছে ভোটে লড়ার মতো পর্যাপ্ত অর্থ না থাকায়, দল তাঁকে মনোনয়ন দেয়নি।

এর পাশাপাশি হুগলির একজন প্রভাবশালী নেতা যিনি লোকসভার সদস্যও বটে এবং রাজ্যের দুই মন্ত্রীকে টাকা না থাকার কথা জানিয়েছিলেন বলেও জানান অভিমানী অপরূপা। তবে ওই ব্যক্তিদের নাম তিনি প্রকাশ্যে আনেননি। তিনি জানান, ওই তিনজনকে অর্থ না থাকার কথা জানিয়েছিলাম। তাঁরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্বকে একথা জানিয়েছেন। তাই হয়তো আমাকে টিকিট দেওয়া হয়নি

অপরূপা পোদ্দার ২০১৪ ও ২০১৯, পরপর দুই বারের আরামবাগের তৃণমূল সাংসদ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ৩.৪৬ লক্ষ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন তিনি। যদিও ২০১৯ সালে মাত্র ১,০৪২ ভোটে জিতেছিলেন অপরূপা। এর আগে ওই কেন্দ্রে ৬ লক্ষ ভোটে জেতার রেকর্ড রয়েছে বাম নেতা অনিল বসুর।

তবে তৃণমূল সূত্রে খবর, সাংসদ থাকাকালীন গত পাঁচ বছরে অপরূপা পোদ্দারের ‘পারফরম্যান্স’ খুব খারাপ। দলীয় নেতৃত্বও খুশি নন তাঁর কাজে। সেই কারণে এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি।

তবে প্রার্থী না হতে পেরে অপরূপা পোদ্দার প্রথম নন, যিনি দলের উপর ক্ষোভ প্রকাশ করলেন। এই তালিকায় আছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। প্রার্থী না হতে পেরে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন অর্জুন সিং। অসন্তোষের কথা বিভিন্ন ভাবে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মৌসম নুর, শান্তনু সেনের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।

-With IANS Inputs

অপরূপা পোদ্দার
Lok Sabha Polls 24: রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়া বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ২৪২টি ফৌজদারি মামলা!
অপরূপা পোদ্দার
Congress: ১০ বছরে ১৫০ লক্ষ কোটি ঋণ নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এই টাকা গেল কোথায়? প্রশ্ন কংগ্রেসের
অপরূপা পোদ্দার
Lok Sabha Polls 24: বিহারে বিরোধী জোটের আসন রফা চূড়ান্ত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in