I-N-D-I-A: আহ্বায়ক পদ যথেষ্ট নয়, নীতিশ কুমারকে 'ইন্ডিয়া'র প্রধানমন্ত্রী মুখ করা হোক - মদন সাহানি

People's Reporter: সাহানির মতে, নীতীশ কুমার দেশের সবচেয়ে অভিজ্ঞ মুখ্যমন্ত্রী। বিহারে এমন অনেক কাজ করেছেন যা অন্যান্য রাজ্য অনুসরণ করেছে। আমি বলতে চাই ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক পদ তাঁর জন্য যথেষ্ট নয়।
নীতিশ কুমার
নীতিশ কুমারফাইল ছবি, সংগৃহীত

ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক করা হবে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারকে। এই গুঞ্জনের মধ্যেই জেডিইউ নেতা মদন সাহানি দাবি তুললেন এবার ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে লোকসভা ভোটে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ করা হোক।

গতকাল নীতিশ কুমারের মন্ত্রীসভা সদস্য মদন সাহানি দাবি করেন, নীতিশ কুমারের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জন্য শুধু আহ্বায়ক পদ যথেষ্ট নয়। মদন সাহানির মতে, “নীতীশ কুমার দেশের সবচেয়ে অভিজ্ঞ মুখ্যমন্ত্রী। তিনি বিহারে এমন অনেক কাজ করেছেন যা অন্যান্য রাজ্যগুলি অনুসরণ করেছে। আমি বলতে চাই ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক পদ তাঁর পক্ষে যথেষ্ট নয়। তাঁকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ করা উচিত ইন্ডিয়া মঞ্চের। আহ্বায়কের কাজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করেছেন।“

তিনি আরও জানান, “নীতিশ কুমারই দেশের বিরোধী দলগুলিকে একত্রিত করেছিলেন। তাঁর উদ্যোগেই পাটনায় বিরোধীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর বেঙ্গালুরু, মুম্বাই এবং নয়াদিল্লিতে আরও তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার জন্য মূল উদ্যোগ নীতিশ কুমারেরই ছিল।“ 

উল্লেখ্য, এর আগে নয়াদিল্লিতে ইন্ডিয়া মঞ্চের বৈঠকের সময়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আসন্ন লোকসভায় ইন্ডিয়া মঞ্চের প্রধানমন্ত্রীর মুখ করার দাবি জানান। যদিও এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতৃত্ব জানান - প্রধানমন্ত্রীর মুখ নিয়ে এত তাড়াহুড়ো করার কিছু নেই। লোকসভা নির্বাচনের পরে কে প্রধানমন্ত্রী হবেন তা ঠিক করা যাবে।

নীতিশ কুমার
I-N-D-I-A: একের বিরুদ্ধে এক প্রার্থীতে জোর - ২০১৯-এর তুলনায় অনেক কম আসনে লড়বে কংগ্রেস
নীতিশ কুমার
Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি, রাজ্য সফর শুরু করছেন কমিশনের আধিকারিকরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in