Lok Sabha Polls 24: আগে বাংলার রাজনীতির ইতিহাস জানুন, 'ভুয়ো' ভিডিও-কাণ্ডে তৃণমূলকে আক্রমণ CPIM-এর

People's Reporter: সিপিআইএম বলে, "পাহাড়ের যে ভিডিও দেখিয়ে বিজেপি এবং সিপিআইএমের মিছিল বলে প্রচার করা হচ্ছে তাতে কমিউনিস্ট পার্টি অব রেভেলিউশনারি মার্কসিস্ট –এর (সিপিআরএম) লাল পতাকা দেখা যাচ্ছে।"
ভিডিও পোষ্ট করে দাবি তৃণমূলের, পাল্টা হুঁশিয়ারি সিপিআইএমের
ভিডিও পোষ্ট করে দাবি তৃণমূলের, পাল্টা হুঁশিয়ারি সিপিআইএমেরছবি - সংগৃহীত

‘গেরুয়া লাল ভাই ভাই।‘ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে এমনই মন্তব্য করে তৃণমূল। পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিপিআইএমের দাবি, ভোটের আবহে ভুয়ো প্রচার চালাচ্ছে তৃণমূল।

বুধবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি ভিডিও আপলোড করা হয় যাতে দেখা যাচ্ছে বিজেপি'র পতাকা এবং লাল পতাকা হাতে নিয়ে কিছু লোক মিছিল করছেন।

সেই ভিডিও দেখিয়ে পোষ্টে লেখা হয়েছে, “গেরুয়া-লাল ভাই ভাই। এই বাংলায় স্বাগত যেখানে গেরুয়া এবং লাল একাকার হয়ে গেছে। বিজেপি এবং সিপিআই (এম)'র অশুভ জোট স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ সিপিআইএম সমর্থকরা বাংলা বিরোধী বিজেপি'র পতাকা নিয়ে মিছিলে অংশ নিয়েছে। ... রাজ্যের সিপিআই (এম) নেতারা বিজেপি'র জমিদারদের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে।"

তৃণমূলের এই দাবিকে মিথ্যা বলে জানানো হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে। ওই লাল পতাকা দার্জিলিঙের দল সিপিআরএম'এর বলে দাবি তাদের। নিজেদের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে সিপিআইএমের হুঁশিয়ারি, "মিথ্যা, চরম মিথ্যা এবং এরপর আসে তৃণমূল। নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।"

ওই পোষ্টে আরও বলা হয়েছে, বাংলায় রাজনীতি করার আগে, তৃণমূলের উচিত বাংলার রাজনীতির ইতিহাস জানা। ভুয়ো ভিডিও ছড়িয়ে অপপ্রচার করছে তৃণমূল। পাহাড়ের যে ভিডিও দেখিয়ে বিজেপি এবং সিপিআইএমের মিছিল বলে প্রচার করা হচ্ছে তাতে কমিউনিস্ট পার্টি অব রেভেলিউশনারি মার্কসিস্ট –এর (সিপিআরএম) লাল পতাকা দেখা যাচ্ছে। ১৯৯৬ সালে এই দলটি সিপিআইএম ভেঙে আলাদা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তারা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করেছিল, রাজ্যকে ঐক্যবদ্ধ রাখতে বামফ্রন্ট সরকারের ভূমিকার বিরোধী ছিল।

এরপরেই বিজেপি ও তৃণমূলের সম্পর্কের কথা টেনে সিপিআইএম বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘প্রাকৃতিক বন্ধু’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন। অন্যদিকে, আরএসএস আবার মমতাকে ‘আরএসএসের দুর্গা’ বলেও প্রশংসা করেছে। তাহলে বাংলায় বিজেপির আসল বন্ধু কে?

ভিডিও পোষ্ট করে দাবি তৃণমূলের, পাল্টা হুঁশিয়ারি সিপিআইএমের
Rahul Gandhi: হাতে নগদ মাত্র ৫৫,০০০, নেই কোনও বাড়ি-গাড়ি; রাহুল গান্ধীর মোট সম্পত্তি কত জানেন?
ভিডিও পোষ্ট করে দাবি তৃণমূলের, পাল্টা হুঁশিয়ারি সিপিআইএমের
Gourav Vallabh: কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in