CPIM: 'জামাল কুদু'র আদলে লোকসভায় বামেদের নতুন প্যারোডি, মুহূর্তে ভাইরাল লড়াইয়ের বার্তা দেওয়া গান

People's Reporter: প্রতিটি নির্বাচনে বামেদের গান নিয়ে একটা আলাদা উন্মাদনা থাকে। এর আগে 'টুম্পা সোনা', 'লুঙ্গি ডান্স', 'বারান্দায় রোদ্দুর'-র আদলে বামেদের পক্ষে প্যারোডি প্রকাশ পেয়েছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত

গত কয়েকটি নির্বাচনের মতো এবারও ২০২৪ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নতুন প্যারোডি গান প্রকাশিত হল। 'অ্যানিমেল' সিনেমার জনপ্রিয় গান 'জামাল কুদু'র আদলে নতুন প্যারোডিটি তৈরি করা হয়েছে। প্রকাশ করার সাথে সাথেই ভাইরাল হয়েছে গানটি।

প্রতিটি নির্বাচনে বামেদের গান নিয়ে একটা আলাদা উন্মাদনা থাকে। এর আগে 'টুম্পা সোনা', 'লুঙ্গি ডান্স', 'বারান্দায় রোদ্দুর'-র আদলে বামেদের প্যারোডি প্রকাশ পেয়েছিল। এবার জামাল কুদুকে বেছে নিল বামেরা। এই জামাল কুদুর সুরে তৈরি করা প্যারোডিতে উঠে এসেছে চাকরি চুরি, জমি চুরি, বালি চুরির মতো দুর্নীতির প্রসঙ্গ। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, ফসলের দামবৃদ্ধির বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করার আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি বিজেপির ধর্মের রাজনীতি নিয়েও প্যারোডিতে বলা হয়েছে। যেখানে অভিযোগ করা হচ্ছে বিজেপি-তৃণমূল ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করবে। কিন্তু সাধারণ মানুষ জোট বেঁধে সেই সাম্প্রদায়িক শক্তিকে রুখবে। মানুষই সমস্ত কিছুর হিসেব নেবে।

প্যারোডিতে উঠে এসেছে সিএএ প্রসঙ্গ। রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আবার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের বিষয়ও। বলা হয়েছে, সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ লড়াই করবেনই। আর লড়াইয়ের জন্য বামেদেরই বেছে নেবেন।

ছবি প্রতীকী
কবে একটা চকোলেট বোমা ফেটেছিল, রাতে মহিলাদের বাড়ি গিয়ে তার তদন্ত করছে NIA! ভূপতিনগর প্রসঙ্গে মমতা
ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: অভিষেকের পর এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারেও তল্লাশি নির্বাচন কমিশনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in