CPI Party Congress: পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে কংগ্রেসের সঙ্গে জোটের দাবি কেরালার প্রতিনিধিদের

সিপিআই-এর পার্টি কংগ্রেস থেকে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে দাবি উঠলো। দলের কেরালা ইউনিট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে কংগ্রেসের সাথে একটি জোট করার দাবি জানিয়েছে৷
বিজয়ওয়াদায় সিপিআই পার্টি কংগ্রেস
বিজয়ওয়াদায় সিপিআই পার্টি কংগ্রেস ছবি সংগৃহীত

সিপিআই-এর পার্টি কংগ্রেস থেকে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে দাবি উঠলো। দলের কেরালা ইউনিট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে কংগ্রেসের সাথে একটি জোট করার দাবি জানিয়েছে৷

এই মুহূর্তে বিজয়ওয়াড়ায় ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) ২৪ তম সর্বভারতীয় কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কেরালার প্রতিনিধি দল বক্তৃব্য পেশ করার সময় কংগ্রেসের সঙ্গে জাতীয় স্তরে জোটের পক্ষে সওয়াল করেন।

উল্লেখযোগ্যভাবে এই জোটের পক্ষে সওয়াল করেছে কেরালার কৃষিমন্ত্রী পি. প্রসাদ এবং দলের মুখপত্র 'জনযুগম'-এর সম্পাদক রাজাজি ম্যাথিউ থমাস। কেরালা ইউনিটের প্রতিনিধিরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় জাতীয় স্তরে কংগ্রেসের সাথে জোট করার পক্ষে নিজেদের বক্তব্য পেশ করেন।

তাঁরা আরও জানিয়েছেন, নির্বাচন ঘোষণার অনেক আগেই জোট করতে হবে। প্রতিনিধিরা বলেন, নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটও করতে হবে।

টমাস বলেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমেই বিজেপির একটি বিশ্বাসযোগ্য বিকল্প তৈরি করা যেতে পারে। সিপিআই নেতারা আরও বলেন, কংগ্রেসের সঙ্গে প্রকাশ্য জোট হওয়া উচিত এবং সেখানে সিপিআইএম-এর মত কোনো লুকোচুরি করা উচিত নয়।

অন্যদিকে, দলের সাংগঠনিক প্রতিবেদনে সিপিআইতে তরুণদের উপস্থিতি কম থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে। সিপিআই-এর পদাধিকারীদের জন্য ঊর্ধ্ব-বয়স সীমার উপর কঠোর ব্যবস্থা প্রয়োগ করার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে, ৭৫ বছর বয়সকে কাট-অফ বয়স হিসাবে ধরা হবে।

বিজয়ওয়াদায় সিপিআই পার্টি কংগ্রেস
'টাকার দাম পড়ছে না, আসলে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার'- ওয়াশিংটনে দাঁড়িয়ে দাবি নির্মলার
বিজয়ওয়াদায় সিপিআই পার্টি কংগ্রেস
'গোপনে' শিল্পপতিদের ১.২৯ লক্ষ কোটির ঋণ মকুব কানাড়া ব্যাঙ্কের! নয়া কেলেঙ্কারি প্রকাশ্যে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in