Congress: দলে আমার কী ভূমিকা হবে তা ঠিক করবেন সভাপতি খাড়গে - রাহুল গান্ধী

বুধবার ভারত জোড়ো যাত্রার সময় অ্যাডোনিতে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, কংগ্রেস সভাপতি দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং দল কীভাবে এগিয়ে যাবে তা তিনিই ঠিক করবেন।
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীছবি রাহুল গান্ধীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দলে আমার কী ভূমিকা হবে তা নির্ধারণ করবেন দলের নবনির্বাচিত সভাপতি। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী একথা জানিয়েছেন। এদিন তিনি বলেন, নতুন কংগ্রেস সভাপতিকে তিনি রিপোর্ট করবেন এবং তিনি যা দায়িত্ব দেবেন তাই পালন করবেন।

বুধবার ভারত জোড়ো যাত্রার সময় অ্যাডোনিতে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, কংগ্রেস সভাপতি দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং দল কীভাবে এগিয়ে যাবে তা তিনিই ঠিক করবেন।

AICC সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কংগ্রেস সাংসদ বলেছিলেন, "আমার ভূমিকা কী হবে এবং আমাকে কীভাবে কাজে লাগানো হবে তা তিনি সিদ্ধান্ত নেবেন।"

তিনি দলীয় সভাপতির ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে বলেন, নতুন সভাপতি এই বিষয়ে মন্তব্য করবেন।

রাহুল বলেন, "কংগ্রেস দলের ঐতিহ্য অনুসারে, সভাপতিই যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আমাদের নতুন কংগ্রেস সভাপতি সিদ্ধান্ত নেবেন কীভাবে কংগ্রেস দল এগিয়ে যাবে।"

রাহুল গান্ধী জানিয়েছিলেন, "মিঃ মল্লিকার্জুন খাড়গে এবং মিঃ শশী থারুর দুজনেই অভিজ্ঞতাসম্পন্ন। যিনিই নির্বাচিত হবেন তাঁর আমার কাছ থেকে পরামর্শের প্রয়োজন নেই। তাঁদের অভিজ্ঞতা এবং বোঝাপড়া আছে এবং তাঁরাই সিদ্ধান্ত নেবেন কী করতে হবে।"

উত্তরপ্রদেশে এআইসিসি প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম নিয়ে শশী থারুরের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাহুল বলেন, "আমরাই দেশের একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচন করে। আমরাই একমাত্র রাজনৈতিক দল যার ভিতরে একটি নির্বাচন কমিশন রয়েছে। আমাদের দলে টি এন সেশনের মত একজন ব্যক্তি আছেন। আমি মিস্ত্রিজী (কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান)-র সাথে কাজ করেছি। তিনি একেবারে সোজাসাপ্টা, দৃঢ় ব্যক্তি। যা-ই হোক না কেন সেই সমস্যা দলীয় নির্বাচন কমিশন মোকাবিলা করবে। অনিয়ম হয়েছে কি না তা সিদ্ধান্ত নেবে।"

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী
Congress Presidential Poll: কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অনেক পেছনে শশী থারুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in