

ভোটের আগে আবারও মরুরাজ্যে যাবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে নির্বাচনী প্রচারে নয়। শুক্রবার পূর্ব রাজস্থান কানাল প্রজেক্ট (ERCP) আওতায় কংগ্রেসের একটি দলীয় জনসচেতনামূলক প্রচারে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন তিনি। পূর্ব রাজস্থানের দৌসা জেলায় এই প্রচার কর্মসূচীর আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, মরুরাজ্যের বারান শহরে গত সোমবার এই প্রচার কর্মসূচীর সূচনা করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে।
রাজস্থান কংগ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ERCP প্রকল্পটিকে কেন্দ্রের তরফে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা না করার প্রতিবাদ জানাতেই এই প্রচারমূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কেন্দ্র যতদিন না পর্যন্ত এই প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করবে, ততদিন এই কর্মসূচী চলবে বলেই জানিয়েছেন ওই মুখপাত্র। তাঁর বক্তব্য, “এই কর্মসূচীর আওতায় শুক্রবার দৌসা জেলায় একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।"
প্রসঙ্গত, এই ERCP প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ হেক্টর সেচের জমি উপকৃত হবে বলে রাজস্থান সরকারের দাবি। পাশাপাশি, এই প্রকল্পের জন্য পূর্ব রাজস্থানের দৌসা, জয়পুর, ঝালাওয়ার, বারান, কোটা, সাওয়াই মাধোপুর, আজমের, টঙ্ক, আলয়ার-সহ মত ১৩ জেলার জলের সমস্যা মিটবে বলেই জানানো হয়েছে। শুক্রবারের ওই প্রচার জনসভায় প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও রাজস্থান কংগ্রেসের প্রধান সুখজিন্দর সিং রান্ধাওয়া, রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ও অন্যান্য কংগ্রেস নেতারাও উপস্থিত থাকবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন