Congress: লোকসভা নির্বাচনের জন্য ২৮ সদস্যের প্রদেশ কমিটি গঠন কংগ্রেসের, নেতৃত্বে কে?

People's Reporter: সেই ২৮ জনের নেতৃত্বে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
কংগ্রেস ছবি প্রতীকী
কংগ্রেস ছবি প্রতীকী ফাইল ছবি ন্যাশনাল হেরাল্ডের সৌজন্যে
Published on

আগামী লোকসভা নির্বাচনের জন্য ২৮ সদস্যের প্রদেশ কমিটি গঠন করলো কংগ্রেস হাইকম্যান্ড। সেই ২৮ জনের নেতৃত্বে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আর মাত্র হাতে গোনা কয়েক মাস পরেই ২০২৪ লোকসভা নির্বাচন। নির্বাচনে জয়ের জন্য সর্ব শক্তি দিয়ে ঝাঁপাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসন অন্যতম পাখির চোখ কংগ্রেসের। সেই লক্ষ্যেই সোমবার ২৮ সদস্যের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।

সেই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে অধীর চৌধুরীকে। এছাড়াও কমিটিতে রয়েছেন দীপা দাশমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, আবু চৌধুরী, আব্দুল মান্নান, দেবপ্রসাদ রায়, মনোজ চক্রবর্তী, শঙ্কর মালাকার, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্ত, মায়া ঘোষ, মনোরঞ্জন হালদার, সৌম্য আইচ রায়, মহম্মদ মুখতার, অসিত মিত্র, নীলয় প্রামাণিক, সুজয় ঘটক, মোস্তাক আলম, দিব্যেন্দু মিত্র, শুভঙ্কর সরকার, দীপ্তিমান ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, সানিয়া জাভেদ এবং কৃষ্ণা দেবনাথ।

প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটি
প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটিছবি - সংগৃহীত

এছাড়া ওই কমিটিতে জায়গা পেয়েছেন সৌরভ প্রসাদ, আজহার মল্লিক (প্রদেশ যুব কংগ্রেস সভাপতি), সুব্রতা দত্ত (মহিলা কংগ্রেস সভাপতি) এবং রাহুল পান্ডে।

ইন্ডিয়া মঞ্চে তৃণমূল কংগ্রেস একসাথে থাকলেও রাজ্যে যে জোট করবে না তৃণমূল তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তাঁর দলের অন্যান্য নেতারা ক্রমাগত অধীর চৌধুরীকে নিশানা করে আক্রমণ করছেন। সেই অধীরকেই নির্বাচনী কমিটির চেয়ারম্যান করেছে কংগ্রেস। ফলে কংগ্রেস হাইকম্যান্ড যে অধীর চৌধুরীর ওপরই আস্থা রাখছেন তা স্পষ্ট।

কংগ্রেস ছবি প্রতীকী
Rahul Gandhi: মাধ্যমিকের কারণে রাহুলের 'ন্যায় যাত্রা'য় অনুমতি নেই বীরভূম পুলিশের, ক্ষুব্ধ অধীর
কংগ্রেস ছবি প্রতীকী
Supreme Court: 'গণতন্ত্রের উপহাস' - চণ্ডীগড় মেয়র নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ প্রধান বিচারপতির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in