Lok Sabha Polls 24: অবশেষে কানহাইয়াকে টিকিট দিল কংগ্রেস, কোন হেভিওয়েটের বিরুদ্ধে লড়বেন এই তরুণ নেতা?

People's Reporter: ২০১৯ সালে সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই থেকে লোকসভা ভোটের প্রার্থী হলেও, বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে হারতে হয় কানহাইয়াকে।
কানহাইয়া কুমার
কানহাইয়া কুমারফাইল ছবি

অবশেষে জল্পনার অবসান। সিপিআই থেকে কংগ্রেসে আসা কানহাইয়া কুমারকে লোকসভা নির্বাচনে প্রার্থী করল দল। উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। ওই আসনে কানহাইয়ার প্রতিদ্বন্দ্বী বিজেপির দুবারে সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারি।

বিহারের বাসিন্দা কানহাইয়া কুমার। ছাত্র জীবনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) যুব নেতা ছিলেন। সেখান থেকেই রাজনীতি জীবনের সূত্রপাত হয় তাঁর। ২০১৯ সালে সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই থেকে লোকসভা ভোটের প্রার্থী হলেও, বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে হারতে হয় তাঁকে।

এবারেও তাঁকে বিহারের বেগুসরাই থেকে প্রার্থী করতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু ওই আসনটি কংগ্রেসকে ছাড়তে নারাজ তেজস্বী যাদবের আরজেডি। বরং ওই আসনটি এবারও সিপিআইয়ের জন্যই ছেড়েছে আরজেডি। আর তারপর থেকে জল্পনা শুরু হয় তাহলে কোন কেন্দ্রে প্রার্থী হবেন কানহাইয়া। অবশেষে রবিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী করা হল কানহাইয়া কুমারকে।

রবিবার কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য আর এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় দিল্লির তিনটি আসন রয়েছে। কানহাইয়া ছাড়াও উত্তর-পশ্চিম দিল্লি থেকে প্রার্থী করা হয়েছে উদিত রাজকে এবং চাঁদনি চক আসন থেকে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ জয়প্রকাশ আগরওয়ালকে।

অন্যদিকে, এদিনের পাঞ্জাবের ছ'টি আসনেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জলন্ধর কেন্দ্র থেকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহকে দাঁড় করাল কংগ্রেস। অমৃতসর থেকে গুরজিৎ সিংহ, ফতেগড় সাহিব থেকে অমর সিংহ, ভাটিন্ডা থেকে মহিন্দর সিংহ সিধু, সঙ্গহুর থেকে সুখপাল সিংহ খাইরা এবং পাটিয়ালা থেকে ধরমবীর গান্ধীকে প্রার্থী করা হয়েছে।

কানহাইয়া কুমার
Lok Shaba Polls 24: 'পরিবর্তনের জন্য ভোট দিন' - নির্বাচনী প্রচারে গিয়ে বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর
কানহাইয়া কুমার
Tamil Nadu: মোদীর ছবি দেওয়া QR কোড স্ক্যান করলেই দেখাচ্ছে বিজেপির দুর্নীতি!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in