Rahul Gandhi: জল্পনার অবসান! মায়ের কেন্দ্র রায়বরেলি থেকে লড়ছেন রাহুল, প্রার্থী ঘোষণা আমেঠিতেও

People's Reporter: শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সকালে রায়বেরেলি ও আমেঠির প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন রাহুল।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ

অবশেষে জল্পনার অবসান। আমেঠি নয়, মায়ের কেন্দ্র রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে আমেঠিতে কংগ্রেস প্রার্থী করেছে গান্ধী পরিবারের ‘আস্থাভাজন’ কিশোরীলাল শর্মাকে। শুক্রবার, মনোনয়ন জমা দেওয়ার শেষদিন, সকালে রায়বেরেলি ও আমেঠির প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন রাহুল ও কিশোরীলাল।

আগামী ২০ মে চতুর্থ দফায় ভোট রায়বেরেলি ও আমেঠিতে। রায়বেরেলি থেকে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে। আমেঠিতে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তাঁরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আমেঠি ও কেরালার ওয়াইনাড থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। সেবারের নির্বাচনে আমেঠিতে তিনবারের সাংসদ রাহুল গান্ধীকে হারিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি। রাহুল জিতেছিলেন কেরালার ওয়াইনাড। এবারেও রাহুল প্রার্থী হয়েছেন ওয়াইনাড থেকে। গত ২৬ এপ্রিল ওই কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, সেবার রায়বরেলিতে দীনেশ প্রতাপকে হারিয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু এবার সোনিয়া রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ায় তাঁর লোকসভা ভোটে লড়ার সম্ভাবনা প্রায় ছিলই না। এবার সেই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছেলে রাহুল গান্ধী।

রায়বরেলি আসনটি কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। ১৯৬২ এবং ১৯৯৯ সাল বাদ দিয়ে এই কেন্দ্রে নেহরু-গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই কেন্দ্রে তিনবারের সাংসদ ছিলেন। সোনিয়া গান্ধী ওই কেন্দ্রে টানা পাঁচবারের সাংসদ ছিলেন। বিজেপি মাত্র দুবার ওই কেন্দ্রে জিততে পেরেছে। আর এসপি, বিএসপি কখনও ওই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি।

উল্লেখ্য, জল্পনা ছড়িয়েছিল রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। জানা গেছে, সোমবার রাতে আমেঠি ও রায়বেরেলির প্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে আলোচনা হয় প্রিয়াঙ্কা গান্ধীর। সূত্রের খবর, প্রিয়াঙ্কা খাড়্গেকে জানান, তিনি গোটা দেশে প্রচারে মন দিতে চান। শুধু রায়বরেলী বা অমেঠীতে লড়তে গেলে তিনি একটি আসনেই আটকে যাবেন।

রাহুল গান্ধী
Lok Sabha Polls 24: কংগ্রেসের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য! কেসিআরের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
রাহুল গান্ধী
Lok Sabha polls 24: রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, 'যত ভোট, তত গাছ', স্লোগান অভিনেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in