Pranata Tudu: ভোটের দিন মহিলাকে মারধর ও কটূক্তি! বিজেপি প্রার্থীর প্রণত টুডুর বিরুদ্ধে মামলা দায়ের

People's Reporter: ভোটের দিন তিনি নিজে তৃণমূলের হামলার শিকার হন বলে অভিযোগ করেন প্রণত। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরাও জখম হন বলেও অভিযোগ ওঠে। এরপর গড়বেতা হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু ছবি সৌজন্যে প্রণতের ফেসবুক পেজ

ভোটের দিন এক মহিলাকে কটূক্তি এবং মারধরের অভিযোগ উঠেছিল ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে। গড়বেতা থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

গত ২৫ মে ষষ্ঠ দফার ভোটের দিন ছিল ঝাড়গ্রামে নির্বাচন। অভিযোগ ওঠে, গড়বেতার মঙ্গলাপাতা এলাকায় ভোট দিয়ে ফেরার সময় এক মহিলাকে কটূক্তি করেছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু। প্রতিবাদ করায় ওই মহিলাকে মারধরও করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। প্রণত টুডুর বিরুদ্ধে মামলা দায়ের করেন তৃণমূল কর্মী মানিক পাঠান।

পুলিশ মানিক পাঠানের অভিযোগের ভিত্তিতে প্রণতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৬ এবং ৩৫৪ ধারায় মামলা দায়ের করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তৃণমূলের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রণত। তিনি জানান, “সে দিন কী ঘটনা ঘটেছিল, তা সকলে দেখেছেন। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা।“

ভোটের দিন তিনি নিজে তৃণমূলের হামলার শিকার হন বলে অভিযোগ করেন প্রণত। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরাও জখম হন বলেও অভিযোগ ওঠে। এরপর গড়বেতা হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। পরে ভোট কেন্দ্রে ঘুরে বেড়াতেও দেখা যায় তাঁকে। এই ঘটনার বিরুদ্ধে গড়বেতা থানা এবং নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করবেন বলে জানান প্রণত।

এই অভিযোগ প্রসঙ্গে গড়বেতা ব্লকের তৃণমূল নেতা অসীম সিংহ বলেন, “মহিলার উপর নির্যাতনের ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। পুলিশ তদন্ত করে দেখবে।“

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু
Lok Sabha Polls 24: ভোটগণনায় কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না শিক্ষককে, নির্দেশ কমিশনের
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু
Lok Sabha Polls 24: মোদী, কঙ্গনা, অভিষেক - একনজরে শেষ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী এবং সমস্ত কেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in