Chhattisgarh Poll: 'সময়-তারিখ জানান', সরকারের কাজ নিয়ে বিতর্কে নামতে শাহের চ্যালেঞ্জ গ্রহণ বাঘেলের

People's Reporter: রাজ্যের কংগ্রেস সরকারের শেষ পাঁচ বছরের কাজ নিয়ে সামনাসামনি বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করে শাহকে পাল্টা দিয়েছেন ভূপেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলফাইল ছবি সংগৃহীত

রাজ্যে প্রথম পর্বের নির্বাচন শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ভোটের আগেই বাঘেলের বিরুদ্ধে এক অনলাইন বেটিং অ্যাপের কাছ থেকে ৫০৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সেই বিষয়ে এবং রাজ্যের কংগ্রেস সরকারের শেষ পাঁচ বছরের কাজ নিয়ে সামনাসামনি বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করে শাহকে পাল্টা দিয়েছেন ভূপেশ।

মঙ্গলবার সকাল থেকেই ছত্তিশগড় বিধানসভার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। রাজ্য জুড়ে চলছে প্রথম পর্বের নির্বাচন। তবে তার আগে সোমবার সন্ধ্যায় টুইটারে (বর্তমানে X) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো সোফা যার মধ্যে দুই নেতার (বাঘেল ও শাহ) নাম লেখা প্ল্যাকার্ড লাগানো রয়েছে। ওই ছবি পোস্ট করে বাঘেল অমিত শাহের উদ্দেশে লিখেছেন, “যে পান্ডরিয়া বিধানসভা কেন্দ্রে এসে আপনি আমার সরকারের পাঁচ বছরের কাজ নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ করে গিয়েছিলেন, আমি সেই পান্ডরিয়া কেন্দ্রে এসেই আপনার ওই চ্যালেঞ্জ গ্রহণ করলাম।”

তিনি আরও লিখেছেন, “আপনি তো এখনও পর্যন্ত মঞ্চ, তারিখ, সময় নিয়ে কিছু বলেননি। কিন্তু রাজ্যের মানুষ সেই মঞ্চ তৈরি করেই রেখেছেন। আপনি শুধু এখন তারিখ আর সময় জানিয়ে দিন।” যদিও এখনও পর্যন্ত বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড শাহ বাঘেলের এই পাল্টা চ্যালেঞ্জ নিয়ে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের তরফে বিজেপির কাছে মধ্যপ্রদেশ, মণিপুর-সহ যেসব রাজ্যে গেরুয়া সরকার রয়েছে, তাঁদের ‘রিপোর্ট কার্ড’ দেখানোর দাবি তোলা হয়।

সেই দাবির জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা জানিয়েছিলেন, “আপনি কীভাবে আমাদের রিপোর্ট কার্ড দেখতে চাইছেন? আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সাহস থাকে তাহলে আপনার সরকারের ৫ বছরের কাজ ও মোদীজির শেষ ১৫ বছরের কাজ নিয়ে বিতর্কে আসুন দেখি।” বাঘেলও তৎক্ষণাৎ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে জানান, “আপনাদের ১৫ বছরের দুর্নীতি এবং আমাদের পাঁচ বছরের সরকারের কাজ নিয়ে সত্যিই বিতর্ক হওয়া উচিত। একজন ছত্তিশগড়ের মানুষ কখনও ভয় পায় না।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
Chhattisgarh Polls: মুখ্যমন্ত্রীর নামে ৫০৮ কোটির ঘুষ নেওয়ার অভিযোগ ইডির, 'ষড়যন্ত্র' দাবি কংগ্রেসের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
Chhattisgarh Polls: নির্বাচনী প্রচারে ‘ইসলাম-বিরোধী’ মন্তব্য, হেমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ কমিশনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in